আজকাল ওয়েবডেস্ক: আপনি কি কখনও ফ্লাইট বুক করার সময় আসন বিন্যাস ভাল করে লক্ষ করেছেন এবং বুঝতে পেরেছেন যে ১৩ নম্বর সারি নেই? প্রথমে আপনার মনে হতে পারে যে এটি কোনও ধরণের প্রযুক্তিগত ত্রুটি বা অন্য কোনও কারণ হতে পারে। কিন্তু তা নয়। এটি কোনও ত্রুটি, আসন হারিয়ে যাওয়া বা কাকতালীয় ঘটনা নয়।
বিশ্বজুড়ে অনেক বিমানসংস্থা সচেতনভাবেই ১৩ নম্বর সারি ব্যবহার করে না। ১২ নম্বর সারি থেকে ১৪ নম্বর সারি পর্যন্ত। কিন্তু কেন? এর উত্তরের নেপথ্যে প্রাচীন কুসংস্কার এবং সাংস্কৃতিক বিশ্বাসের প্রভাব রয়েছে কিছুটা। ঠিক যেমন কিছু বহুতলে ১৩ তলা থাকে না, তেমনি বিমানগুলিতেও বিভিন্ন কারণে ১৩ নম্বর সারি থাকে না।
যেহেতু অনেক ভ্রমণকারী ভ্রমণের ব্যাপারে স্নায়ুর চাপে থাকেন, তাই বিমান সংস্থাগুলি সাধারণত সেই সব যাত্রীদের চাপ কমাতে এবং যাত্রা আরামদায়ক করার জন্য ১৩ নম্বরটি ব্যবহার করে না। এটি একটি তুচ্ছ পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়। তবে, এটি ভ্রমণের সময় যাত্রীদের আরামে রাখার জন্য ডিজাইন করা হয়েছে।

শতাব্দীর পর শতাব্দী ধরে, অনেক সংস্কৃতিতেই ১৩ নম্বর সংখ্যাটিকে অশুভ বলে মনে করা হয়। এই কুসংস্কারের কারণে, অনেক বিমানসংস্থা ইচ্ছাকৃতভাবে তাদের আসন তালিকা থেকে ১৩ নম্বর সারি বাদ দেয়। মেরিয়াম-ওয়েবস্টার রিপোর্ট অনুযায়ী, ১৩ নম্বর সংখ্যার ভয়কে বলা হয় ‘ট্রিস্কাইডেকাফোবিয়া’। এমিরেটস, রায়ানএয়ার, ক্যাথে প্যাসিফিক এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো সুপরিচিত বিমান সংস্থাগুলি যাত্রীদের বিশ্বাস এবং স্বাচ্ছন্দ্যের প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য ইচ্ছাকৃতভাবে ১৩ নম্বর সংখ্যাটি এড়িয়ে চলে বলে জানা গিয়েছে।
বাইবেলে যীশু খ্রিস্টের ‘দ্য লাস্ট সাপার’-এ উল্লেখিত একটি তত্ত্ব বহুল স্বীকৃত। বাইবেল অনুযায়ী, এই শেষ ভোজসভায় টেবিলে ১৩ জন অতিথি ছিলেন। খ্রিস্টের বিশ্বাসঘাতক জুডাস, ১৩তম অতিথি হিসেবে টেবিলে বসেছিলেন বলে বিশ্বাস করা হয়। এখান থেকেই দুর্ভাগ্যজনক সংখ্যা ১৩ সম্পর্কে কুসংস্কার শুরু হয়।
আরও পড়ুন: ধনখড়ের পরে কে বসবেন উপরাষ্ট্রপতির পদে? ৯ সেপ্টেম্বর নির্বাচনের পরেই স্পষ্ট হবে সব, জানাল কমিশন
আরেকটি তত্ত্ব নর্স পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি। এই সংস্করণে, ১২ জন দেবতার একটি ভোজের কথা বলা হয়েছে। প্রতারক দেবতা লোকি, ১৩তম অনামন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন এবং তিনি দেবতা হুরকে কৌশলে বালডরকে হত্যা করেছিলেন। যার ফলে পৃথিবীতে শোক ও বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। এই সংস্করণটি ১৩ সংখ্যার সঙ্গে সম্পর্কিত কুসংস্কারকেও সমর্থন করে।
কুসংস্কার ছাড়াও, ১৩ নম্বর সারি এড়িয়ে যাওয়ার আরও বাস্তবসম্মত কারণ আছে। এয়ারলাইন্সগুলো গ্রাহক সন্তুষ্টির ব্যাপারে সর্বদা খেয়াল রাখে। যদি মাত্র কয়েকজন যাত্রী ১৩ নম্বর সারিতে বসার ব্যাপারে অস্বস্তি প্রকাশ করেন, এর ফলে অভিযোগ, আসন পরিবর্তনের অনুরোধ অথবা সবচেয়ে খারাপ পরিস্থিতিতে, প্রতিযোগী সংস্থার কাছে তাদের গ্রাহক হারাতে পারে। যে শিল্পে প্রতিযোগিতা তীব্র, সেখানে যাত্রীস্বাচ্ছন্দ্য সর্বদা অগ্রাধিকার পাবে। এমনকি যদি এর জন্য আসন সংখ্যাও উপেক্ষা করতে হয় তাও।
মজার ব্যাপার হলো, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লুফথানসা ১৩ নম্বর সারির পরিবর্তে ১৭ নম্বর সারির আসন এড়িয়ে চলে। চীন এবং অন্যান্য এশীয় সংস্কৃতিতে ৪ নম্বর সংখ্যাটিকে দুর্ভাগ্যজনক বলে মনে করা হয়। কারণ এর উচ্চারণ ‘সি’। যা মৃত্যুর উচ্চারণের অনুরূপ। অতএব, অবাক হওয়ার কিছু নেই যে চীনের অনেক বহুতলে চতুর্থ তলা থাকবে না।
