আজকাল ওয়েবডেস্ক: ভুলে যাওয়ার রোগ রোহিত শর্মার। হিটম্যানকে নিয়ে তাই কত মজার গল্প রয়েছে। টস করতে গিয়ে তিনি ভুলে যেতেন খেলোয়াড়দের নাম।
সেই তালিকায় এবার নাম লেখালেন ভারত অধিনায়ক শুভমান গিলও। ওভাল টেস্টে দলে ঢুকলেন কারা, সেই নাম বলতে গিয়ে শুভমান গিল ভুলেই গেলেন বাংলার পেসার আকাশদীপের নাম।
দারুণ জায়গায় ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ভারত ১-২-এ পিছিয়ে থেকে পঞ্চম টেস্ট খেলতে নেমেছে। টসে গিলের ভাগ্য আর খুলল না। ওভালে টস হেরে বসেন তিনি। টস জিতে সবুজ পিচে ইংল্যান্ড ব্যাট করতে পাঠায় ভারতকে।
আরও পড়ুন: ঠিকানা বদলাচ্ছেন লোকেশ রাহুল? কেকেআর-এর নজরে তারকা ক্রিকেটার, উঠতে পারে অধিনায়কের আর্মব্যান্ড
ইংল্যান্ড সিরিজে টানা পাঁচটি ম্যাচেই টস হেরে বসলেন শুভমান গিল। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১৫টি ম্যাচে টস হারল ভারত। টস জিতে ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ ফিল্ডিং নেন।
টসের পরে গিল জানান দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর ও জশপ্রীত বুমরাহর পরিবর্তে দলে এসেছেন যথাক্রমে ধ্রুব জুড়েল, করুণ নায়ার ও প্রসিদ্ধ কৃষ্ণ।
কিন্তু অংশুল কম্বোজের পরিবর্তে যে বাংলার পেসার আকাশদীপ দলে ঢুকেছেন, সেকথা বলতেই ভুলে গেলেন গিল। ওভাল টেস্টে ভারতের চারটি পরিবর্তন। গিল বললেন তিনটি পরিবর্তনের কথা।
আকাশদীপের নাম উচ্চারণ না করায় ভক্ত ও ধারাভাষ্যকারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। টসের পরে ভারতের প্রথম একাদশ প্রকাশিত হলে বিভ্রান্তি দূর হয়। সবাই জানতে পারেন আকাশদীপ প্রথম একাদশে রয়েছেন।
সবাই ধরেই নিয়েছিলেন ওভাল টেস্টে প্রথম একাদশে ডাকা হবে অর্শদীপ সিংকে। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল জশপ্রীত বুমরাহ নামবেন না পঞ্চম টেস্টে। বুমরাহর পরিবর্তে হয়তো ওভালেই অভিষেক হতে চলেছে বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। এমনটাই শোনা যাচ্ছিল। অর্শদীপের হাতে চোট ছিল। সেলাই পড়েছিল। এখনও অবশ্য অর্শদীপ পুরোদস্তুর সুস্থ হয়ে উঠেছেন। বুমরাহ না খেলায় তাঁরই খেলার সম্ভাবনা বেশি। কিন্তু টসের সময়ে জানা গেল অর্শদীপকে এবারও রিজার্ভ বেঞ্চেই থাকতে হচ্ছে। তাঁর জায়গা হল না। জায়গা হল না কুলদীপ যাদবেরও।
২৫ বছর বয়সি অর্শদীপ সিং দেশের জার্সিতে ৬৩টি টি-টোয়েন্টি এবং ৯টি ওয়ানডে খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্শদীপ সিং যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। ১৭টা উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফাইনালে ১৯-তম ওভার বল করেন অর্শদীপ। প্রোটিয়াদের মারার সুযোগই দেননি। সেই ওভারে মাত্র ৪ রান দিয়েছিলেন তিনি। এহেন অর্শদীপের জায়গা হল না পঞ্চম টেস্টেও।
বড় ধাক্কা ইংরেজ শিবিরে, ওভাল টেস্টে নেই স্টোকস। চোটের জন্য ছিটকে গেলেন অধিনায়ক বেন স্টোকস। ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে তিনি খেলতে পারবেন না। স্টোকসের ছিটকে যাওয়ার কথা বুধবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ইংল্যান্ড। ওভাল টেস্টের দলে চার পরিবর্তন করেছে তারা। স্টোকসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন অলি পোপ।
আরও পড়ুন: ওভালে শুরুতেই বিপত্তি, সব ফরম্যাট মিলিয়ে টানা ১৫ বার টসে হার
