আজকাল ওয়েবডেস্ক: গিয়েছিলেন গৌতম গম্ভীর। এবার গেলেন বিরাট কোহলি। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। দিলেন পুজো।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলছে একদিনের সিরিজ। তিন ম্যাচের সিরিজের ফল এখন ১–১। শেষ ম্যাচ রবিবার ইন্দোরে। তার আগে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে উপস্থিত হন কোহলি। ভাইরাল ভিডিওয় তাঁকে বলতে শোনা গেল, ‘জয় শ্রীমহাকাল।’
প্রসঙ্গত, চলতি সিরিজে রানের মধ্যে আছেন কোহলি। প্রথম ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি পাননি। সিরিজ জিততে ভারতের ভরসা কোহলিই। তার আগে তাঁকে দেখা গেল উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে। পূজারীদের সঙ্গে মন্দিরের ভিতরে প্রবেশ করেন তিনি। কপালে হলুদ প্রলেপ। বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দির। যা শিপ্রা নদীর তীরে অবস্থিত। এর প্রধান আকর্ষণ হল ভোরের ভস্মারতি। যেখানে পবিত্র ছাই দিয়ে মহাদেবকে পুজো করা হয়। জানা গিয়েছে, সেই ভস্মারতির সময় উপস্থিত ছিলেন কোহলি। তাঁকে বলতে শোনা যায়, ‘জয় শ্রী মহাকাল’। সঙ্গে ছিলেন আরেক ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব। মন্দিরের ভজনেও অংশ নেন দুই তারকা। পরে মন্দিরের গর্ভগৃহের সামনে মাথানত করে প্রণাম করেন।
এটা ঘটনা বিরাট এখন লন্ডনে থাকেন। কিন্তু দেশে ফিরলেই তাঁর অন্যতম গন্তব্য বৃন্দাবনে, প্রেমানন্দ মহারাজের আশ্রমে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর বিজয় হাজারে ট্রফি খেলতে ভারতে ফিরেছিলেন। সেই সময় স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে প্রেমানন্দ মহারাজের আশ্রমে যান কোহলি। তার আগে গিয়েছিলেন ভাইজ্যাগের সিংহচলমের শ্রীবরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে।
এর আগে বৃহস্পতিবার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যান ভারতের কোচ গৌতম গম্ভীর। পুজো দেওয়ার পর গম্ভীর বলে যান, ‘এখানকার ব্যবস্থাপনা খুবই ভাল। ভালভাবে দর্শন করেছি। আমাদের দল জয়ে ফিরবে। সেই ব্যাপারে আত্মবিশ্বাসী।’
এদিকে, ২১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ শুরু হবে। তার আগে দলে দুটো বড় পরিবর্তন হল। টি–২০ বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবদের এটাই শেষ দ্বিপাক্ষিক সিরিজ। দল ঘোষণা করার পর চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান তিলক বর্মা এবং ওয়াশিংটন সুন্দর। তাঁদের পরবর্ত ঘোষণা করল বিসিসিআই। দলে এলেন শ্রেয়স আইয়ার এবং রবি বিষ্ণোই। পাঁচ ম্যাচের জন্যেই নেওয়া হয়েছে ছোটখাট চেহারার স্পিনারকে। অন্যদিকে প্রথম তিন টি–২০ ম্যাচের জন্য সুযোগ পান শ্রেয়স। ওয়াশিংটন এবং তিলক দু’জনেই ভারতের টি–২০ বিশ্বকাপ দলের অঙ্গ। এই পরিস্থিতিতে শ্রেয়স এবং বিষ্ণোইয়ের সুযোগ পাওয়া তাৎপর্যপূর্ণ।
