আজকাল ওয়েবডেস্ক:‌ বিগ ব্যাশে মেজাজ হারিয়ে ফেললেন স্টিভ স্মিথ। সিডনি সিক্সার্সের হয়ে ব্যাট করছিলেন স্টিভ স্মিথের সঙ্গে। অস্ট্রেলীয় ব্যাটারের আচরণে মেজাজ হারান পাক ক্রিকেটার বাবর। পরের ওভারে আউট হয়ে সাজঘরে ফেরার সময় বাউন্ডারি লাইনে ব্যাট দিয়ে আঘাতও করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাঁর ফিল্ডিং নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁর খেলায় বিরক্তি প্রকাশ করেছেন স্মিথও।


প্রসঙ্গত, বাজে শট খেলে আউট হচ্ছেন। দ্রুত রান তুলতে ব্যর্থ। বিগ ব্যাশ লিগে নানা অভিযোগ উঠছে বাবরের বিরুদ্ধে। পাক ব্যাটারের খেলায় খুশি নন সিডনি সিক্সার্স কর্তৃপক্ষ। তাঁর উপর সম্ভবত আস্থা রাখতে পারছেন না স্মিথও। বিগ ব্যাশ লিগের ১১ এবং ১২তম ওভারে থাকে ‘পাওয়ার সার্জ’। এই সময় ৩০ গজের বৃত্তের বাইরে দু’জনের বেশি ফিল্ডার রাখা যায় না। রান তুলে নেওয়ার সেরা সুযোগ পাওয়া যায়। অথচ ১১তম ওভারে রান করতে পারছিলেন না বাবর। কয়েকটি ডট বলও খেলেন। অথচ ১১তম ওভারের শেষ বলে খুচরো রান নিতে চান। ২২ গজে অন্য প্রান্তে থাকা স্মিথ রাজি হননি। বাবরের মন্থর ব্যাটিংয়ের উপর আস্থা রাখতে পারেননি তিনি। ১ রান নেওয়ার সহজ সুযোগ থাকলেও বাবরের ডাকে সাড়া দেননি। সম্ভবত ১২তম ওভারে নিজে ব্যাট করে দলের রান বাড়িয়ে নিতে চেয়েছিলেন স্মিথ। রান নেওয়ার সুযোগ হাতছাড়া হতে রেগে যান বাবর। মাঠেই বিরক্তি প্রকাশ করেন।


এরপর ১২তম ওভারে চারটি ছক্কা মারেন স্মিথ। রায়ান হ্যাডলির করা ওই ওভারে মোট ৩২ রান তোলেন স্মিথ। ৪২ বলে পূর্ণ করেন শতরান। এর পরের ওভারে ক্রিস গ্রিনের প্রথম বলেই আউট হয়ে যান বাবর। ৩৯ বলে ৪৭ রান করে আউট হয়ে আরও রেগে যান। সাজঘরে ফেরার সময়ও মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি। ব্যাট দিয়ে আঘাত করেন বাউন্ডারি লাইনের দড়িতে। পাক ব্যাটারের এই আচরণের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 


এই বিষয়ে প্রশ্নের মুখে পড়েন স্মিথও। তিনি বলেন, ‘‌ওভারের পর কথা হয়েছিল। কোচ এবং অধিনায়ক আমাদের সরাসরি জয়ের জন্য ঝাঁপানোর পরামর্শ দিয়েছিল। একটা ওভার খেলতে চেয়েছিলাম। মাঠের যেদিকে বাউন্ডারির দূরত্ব কম, সেদিকে শট খেলে রান তোলার পরিকল্পনা ছিল। ওই ওভারে ৩০ রান মতো তোলার ভাবনা ছিল আমার। শেষ পর্যন্ত মনে হয় ৩২ রান হয়েছে। ওভারটা আমাদের পক্ষে ভালই হয়েছে।’ স্মিথ আরও বলেছেন, ‘আগের ওভারে খুচরো রান না নেওয়ায় বাবর মনে হয় খুশি হয়নি। যদিও আমি সঠিক জানি না।’


এর আগে ফিল্ডিংয়ের সময় বাবর একটি চার বাঁচাতে না পারাতেও অসন্তোষ প্রকাশ করেছিলেন স্মিথ। পরে একই জায়গায় বাবরকে সরিয়ে দিয়ে বাউন্ডারি আটকান স্মিথ নিজে। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছে।

ম্যাচটি অবশ্য জিতে নেয় সিডনি সিক্সার্স।