আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশ ফের একবার খবরের শিরোনামে। মান্ডি শহরে আবারও প্রাকৃতিক দুর্যোগের মারাত্মক প্রভাব পড়েছে। সোমবার থেকে টানা ভারি বৃষ্টিপাতের ফলে জেলায় জেলায় সম্ভাব্য বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবর সূত্রে, বিশেষ করে মান্ডির জোনাল হাসপাতাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অতিরিক্ত জল জমে গিয়েছে। এমনকি প্রতিটা ড্রেন উপচে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে মান্ডিতে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ফলস্বরূপ  ভূমিধসপ্রবণ অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে।

এহেন পরিস্থিতির মধ্যে একটি ভয়ংকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রবল বৃষ্টিপাতের পরবর্তী ধ্বংসাবশেষ তুলে ধরেছে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট হয়েছে। তাতে দেখা যাচ্ছে একাধিক গাড়ি কাদাযুক্ত জলের মধ্যে ডুবে রয়েছে। টানা বৃষ্টির কারণে ব্যাপক ধ্বংসের চিত্র ফুটে উঠেছে। উপড়ে পড়া গাছ, ধসে পড়া বাড়িঘর, এবং বিপর্যস্ত অবকাঠামো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্য এক ভিডিওতে দেখা গিয়েছে একটি ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি বাড়ির মাঝে আটকে আছে। তার নীচ দিয়ে ময়লাযুক্ত জল প্রবল স্রোতে বইছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, 'হিমাচল প্রদেশ- মান্ডি শহরে টানা বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে বন্যার মতো পরিস্থিতি।'

ভয়াবহ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মান্ডির মিউনিসিপ্যাল কমিশনার রোহিত রাঠোর জানান, 'টানা ভারি বৃষ্টির কারণে উপরের অঞ্চল থেকে ধ্বংসাবশেষ নীচের দিকে নেমে এসেছে। এটি সম্ভবত একটি ক্লাউডব্রাস্টের ফল হতে পারে। সব কর্মকর্তারা এখন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যস্ত আছেন। আমরা জেল রোডের কাছে ক্ষয়ক্ষতির একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে কয়েকজন মারা গিয়েছেন। আমরা এখনও পর্যন্ত ২টি মৃতদেহ উদ্ধার করেছি।”

আরও পড়ুনঃ 'এত তাড়াহুড়ো কেন দিদি?' কুম্ভে গঙ্গায় তরুণীর কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খেলেন নেটিজেনরা...

 তথ্য অনুযায়ী, চলতি বর্ষা মৌসুমে মান্ডি জেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়াও কাঙড়া ও চম্বা জেলায় আরও ৪০ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। সূত্রে জানা গিয়েছে,  ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। বাড়িঘর বিধ্বস্ত, গবাদি পশু ও সরকারি সম্পত্তির ভয়ানক ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ ১,৫২,৩১১ লাখ টাকার বেশি হয়েছে বলে জানা গেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০ জুন থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৪২টি ফ্ল্যাশ ফ্লাড, ২৫টি ক্লাউডব্রাস্ট এবং ৩২টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে সড়কপথ, বাড়িঘর এবং বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্ডি জেলাই সবচেয়ে বেশি বৃষ্টিজনিত প্রাণহানির রিপোর্ট এসছে।

আরও পড়ুনঃ বেপরোয়া এসইউভি ঢুকে পড়ল হোটেলে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সবাই, ভিডিও ভাইরালে চাঞ্চল্য ...

বর্তমানে মান্ডি জেলার প্রশাসন রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে। উদ্ধার ও ত্রাণ কাজে নিযুক্ত করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দল।  দুর্যোগপ্রবণ এলাকায় জনসাধারণকে সতর্ক করা হয়েছে। তবে মাঝেমধ্যেই বৃষ্টিপাত হওয়ায় এই ত্রাণকাজে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুনঃ ইনিই ভারতের 'সবচেয়ে দরিদ্র মানুষ', মধ্যপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা, সত্য জানলে ভিরমি খাবেন