Gmail আইডি বদলানোর সুযোগ দিচ্ছে গুগল, থাকছে ডেটা অক্ষত রাখার নিশ্চয়তা
নিজস্ব সংবাদদাতা
২ জানুয়ারি ২০২৬ ১৭ : ৫০
শেয়ার করুন
1
6
১) শৈশবে বানানো Gmail আইডি বদলানোর সুযোগ আনতে চলেছে গুগল। হিন্দি ভাষার সাপোর্ট ডকুমেন্টেশনে নতুন একটি সিস্টেম আপডেটের ইঙ্গিত মিলেছে।
2
6
ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, নতুন ফিচারে ব্যবহারকারীরা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে Gmail ঠিকানা পরিবর্তন করতে পারবেন ১২ মাসে একবার এবং জীবদ্দশায় সর্বোচ্চ তিনবার।
3
6
ইমেল বদলালেও পুরোনো Gmail ঠিকানাটি একটি ‘অ্যালিয়াস’ হিসেবে থেকে যাবে এবং সেখানে পাঠানো মেলও পাওয়া যাবে। পাশাপাশি ছবি, মেসেজ ও ইমেলের মতো সব ডেটা অক্ষত থাকবে।
4
6
এখনো পর্যন্ত শুধু তৃতীয় পক্ষের ইমেল দিয়ে তৈরি গুগল অ্যাকাউন্টে ঠিকানা বদলানো যেত, সরাসরি Gmail ঠিকানা পরিবর্তনের সুযোগ ছিল না। এই আপডেটে সেই সীমাবদ্ধতা কাটছে।
5
6
সামাজিক মাধ্যমে বহু ব্যবহারকারী এই ফিচারকে স্বাগত জানিয়েছেন, কারণ বহু বছর আগে তৈরি করা অনাকর্ষণীয় বা শিশুসুলভ ইমেল আইডি এখন অসংখ্য পরিষেবার সঙ্গে জড়িয়ে আছে।
6
6
তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিবর্তনের সুযোগে হ্যাকাররা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে দুর্বল ব্যবহারকারীদের টার্গেট করতে পারে এবং অ্যাকাউন্ট দখলের চেষ্টা বাড়তে পারে।