আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সম্প্রতি হাস্যকর ঘটনা। চলতি বছরে কুম্ভ মেলায় শ'য়ে শ'য়ে ভক্তের সমাগম ঘটে গঙ্গাস্নানের উদ্দেশে। ধর্মীয় ভক্তি ও উৎসাহের মধ্যেও প্রবল সমাগমে শহরজুড়ে এখনও পর্যন্ত ইতিহাসে অন্যতম দীর্ঘ ট্রাফিক জ্যামের সাক্ষী হয়। তবে এই বিশাল ভিড়ের মধ্যেই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তা রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।

সম্প্রতি ঘটনাটি একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক তরুণী নারকেল এবং একটি কাপড় হাতে নিয়ে গঙ্গায় নামছেন পূজা দেওয়ার উদ্দেশে। এরপর তিনি যখন ধীরে ধীরে জলে গিয়ে নারকেলটি নিবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখনই সামনে থাকা আরেক তরুণী সকলের দৃষ্টি আকর্ষণ করেন। দেখা যাচ্ছে তিনি একটি সাদা বস্তা টানছেন।

এরপর ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণীটি হাত জোড় করে নারকেলটি গঙ্গাজলে ফেলেন, কিন্তু সেটা জলে ভাসার আগেই পেছনের তরুণী বিদ্যুৎগতিতে ছুটে এসে সেটি কুড়িয়ে নিয়ে নিজের বস্তায় ভরে ফেলেন। মুহূর্তের মধ্যেই ঘটনা দেখে আশেপাশের ভক্তরা অবাক। তরুণী পুরো ঘটনায় এতটাই বিস্মিত হন যে চারপাশে তাকিয়ে বুঝতেই পারেন না কী হচ্ছে।

আরও পড়ুনঃ স্বামীর সঙ্গে ক্রমাগত ঝামেলা, মনোমালিন্য! না পেরে প্রেমিকের সঙ্গে মিলে যা করলেন স্ত্রী, জানলে শিউরে উঠবেন 

সূত্রে জানা গিয়েছে এই ভিডিওটি ইনস্টাগ্রামে @ps.reacts.05 নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ১১ কোটিরও বেশি বার দেখা হয়েছে। ইন্সটাগ্রামে ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, 'কী এত তাড়াহুড়ো ছিল, দিদি?' এই ক্যাপশন নেটিজেনদের কাছে দারুণভাবে হাসির খোরাক হয়ে ওঠে। পাশপাশি ঘটনার গতিকে দারুণভাবে বাড়িয়ে তোলে।

ভিডিওতে নেটিজেনরা কমেন্ট সেকশনে একের পর এক হাস্যকর প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, 'মনের ইচ্ছা এক সেকেন্ডেই পূর্ণ হলো!' আরেকজন মন্তব্য করেছেন, 'ভাবনা বদলে গেল এক মিনিটে।' তৃতীয়জন রসিকতা করে লেখেন, 'কী গতি ছিল নারীর হাতে!'

তবে সবাই যে ঘটনাটি মজার দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, তা নয়। কেউ কেউ একে পরিবেশবান্ধব বলে তুলে ধরেছেন। একজন ঘটনার প্রেক্ষিতে লিখেছেন, 'ইতিবাচকভাবে ভাবুন। এনার মতো লোক না থাকলে ঘাট নারকেল ও কাপড়ে ভর্তি থাকত। পরিষ্কার করাই কষ্টকর হতো।' আরেকজন মন্তব্য করে বলেন, 'রাগ করবেন না। মাতা রানি আপনার প্রসাদ গ্রহণ করেছেন। আর ধন্যবাদ দিন গঙ্গাকে পরিষ্কার রাখার জন্য।'

আরও পড়ুনঃ দূরপাল্লার ট্রেনে একা যাত্রা করছিলেন যুবতী, মাঝরাতে তাঁর সঙ্গে যা ঘটল, অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন  

একজন মজার ছলে লেখেন, 'এই নারকেলটাই হয়তো আবার আমাদেরই কেউ বাজার থেকে কিনে আনবে! এটাই হল জুগাড়, ভাই!' একজন নাটকীয় ভঙ্গিতে লেখেন, 'আমি হলে তো ওই আন্টিকে একখানা মোক্ষম জবাবই দিয়ে দিতাম!' সম্প্রতি এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় হালকা মেজাজে হাসি-ঠাট্টার সূত্র হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি মানুষের ধর্মীয় রীতি এবং ভিড়ের মধ্যে ঘটা মজার ঘটনাগুলোর এক বাস্তব চিত্র তুলে ধরেছে। আর এই তরুণী চটজলদি প্রতিক্রিয়া এখন ইন্টারনেটের চোখে এক ‘ভাইরাল লিজেন্ড’-এ পরিণত হয়েছে।