ঘরের এই দিকে শিলনোড়া রাখেন? ভুলেও এই কাজটা করবেন না....
নিজস্ব সংবাদদাতা
২৬ নভেম্বর ২০২৫ ১৫ : ১১
শেয়ার করুন
1
6
বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘর শুধু রান্নার জায়গা নয়, বরং পরিবারের সুখ-সমৃদ্ধির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে শিলনোড়া বা পাথরের বাসন সঠিক দিক ও নিয়মে রাখলে পরিবারের উন্নতি, সুস্বাস্থ্য এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
2
6
বাস্তুমতে শিলনোড়া রাখার সেরা দিক হল দক্ষিণ বা পশ্চিম। এই দিকগুলো শক্তির ভারসাম্য বজায় রাখে এবং পরিবারের অগ্রগতি ঘটায়।
3
6
শিলনোড়া কখনও উত্তর বা ঈশান কোণে রাখা উচিত নয়। এতে বাড়িতে বাধা, অর্থক্ষতি এবং মানসিক চাপ তৈরি হতে পারে।
4
6
শিল এবং নোড়া সবসময় একসঙ্গে রাখতে হবে, আলাদা নয়। ব্যবহারের পর পরিষ্কার করে শুকনো অবস্থায় রাখা জরুরি, নইলে নেগেটিভ এনার্জি বাড়ে।
5
6
বাস্তুশাস্ত্রে শিলনোড়ায় লবণ বাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিলনোড়া সবসময় কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত এবং সেটি শুইয়ে নয়, দাঁড় করিয়ে রাখতে হয়।
6
6
ভাঙা বা ক্ষতিগ্রস্ত শিলনোড়া বাড়িতে রাখা অশুভ বলে গণ্য হয়। এটি অশান্তি, দুর্ভাগ্য এবং আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে, তাই দ্রুত সরিয়ে ফেলা উচিত।