আজকাল ওয়েবডেস্ক: অনেকের কাছেই মাসের শেষে আয়কর কাটার ধাক্কা একপ্রকার বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু ভাবুন তো, যদি আপনার আয় থেকে একটা টাকাও কর না কাটা হত? বিশ্বের কিছু দেশে চালু রয়েছে ঠিক এমনই নিয়ম। সেখানে ব্যক্তিগত আয়ের ওপর কোনও করই ধার্য হয় না। ভারতের মতো দেশে, যেখানে সর্বোচ্চ ইনকাম ট্যাক্সের হার প্রায় ৩৯% পর্যন্ত পৌঁছাতে পারে সেসব দেশের অর্থনৈতিক কাঠামো একেবারেই আলাদা। এই রকম দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, কাতার, বাহরিন, ওমান এবং কুয়েত।
এই দেশগুলোতে ব্যক্তিগত বেতনের ওপর কোনও সরাসরি কর নেই। এই সমস্ত দেশের সরকারগুলো তাদের রাজস্বের মূল উৎস হিসেবে ব্যবহার করে বিশাল তেলের রিজার্ভ, গ্যাস সম্পদ এবং কিছু পরিমাণে পর্যটন খাত থেকে উপার্জন। এই দেশগুলির রাজস্বের আরও একটি উৎস হল মূল্য সংযোজন কর বা ভ্যাট। যা পরোক্ষ কর হিসেবে আরোপ করা হয়। এই অনন্য অর্থনৈতিক কাঠামোর কারণে, এই দেশের বাসিন্দা নিজেদের উপার্জনের পুরোটাই উপভোগ করতে পারেন কারণ, আয়ের পুরোটাই নিজের হাতে থাকে। সংযুক্ত আরব আমিরশাহি এই তালিকায় সবচেয়ে উজ্জ্বল উদাহরণ।
এখানকার তেল নির্ভর অর্থনীতি এবং ক্রমবর্ধমান ট্যুরিজম ইন্ডাস্ট্রি মিলে সরকারের রাজস্ব নিশ্চিত করে। ফলে, ব্যক্তিগত আয়ের ওপর কোনও কর চাপানো হয় না। ফলে, ভাল বেতন ও করমুক্ত আয়ের স্বপ্নে বাইরে থেকে অনেকেই এখানে আসেন। এখানেই শেষ নয়। ব্রুনেই, মোনাকো, নাউরু ও বাহামাস – এই দেশগুলোতেও ব্যক্তিগত আয়ের ওপর কোনও কর নেই। ব্রুনেইর তেল ও গ্যাস সম্পদ, আর নাউরু ও বাহামাসের ট্যুরিজম সেক্টর পর্যাপ্ত রাজস্ব আনে, যার ফলে ব্যক্তিগত কর বসানোর প্রয়োজন পড়ে না। যদিও ভারতের মতো বৃহৎ ও জনবহুল দেশে এটি বাস্তবসম্মত নয়, তবু অনেকের কাছে এই কর-মুক্ত দেশগুলি হয়ে উঠেছে স্বপ্নপূরণের ঠিকানা।
ভারতে নয়া কাঠামোয় ০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর নেই। ৪-৮ লক্ষ টাকা পর্যন্ত ৫ %, ৮-১২ লক্ষ পর্যন্ত টাকা - ১০%, ১২-১৬ লক্ষ টাকা পর্যন্ত ১৫% , ১৬-২০ লক্ষ টাকা পর্যন্ত ২০%, ২০-২৫ লক্ষ টাকা পর্যন্ত ২৫% এবং ২৫ লক্ষ টাকার উপরে ৩০% কর দিতে হবে। বাজেট ভাষণে নয়া কর কাঠামোর ঘোষমা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন কাটামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের কোনও কর দিতে হবে না। এছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশন মিলবে ৭৫ হাজার পর্যন্ত। অর্থাৎ, মোট ১২ লক্ষ ৭৫ হাজার পর্যন্ত আয়ে কর ছাড় দেওয়া হয়েছে।
