সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হয়েছে একটি ছবি। ছবিতে মানুষ রুপে দেবীর মুর্তি। এত সুন্দর রূপটান যে বোঝার উপায় নেই ভবতারিনী রুপে এই সাজ একজন বাংলা সিরিয়ালের এক জনপ্রিয় নায়িকার। মাঝেমধ্যেই বাংলা সিরিয়ালের অভিনেত্রীরা দেবী রুপ ধারণ করে পর্দায়। তবে পর্দার বাইরে দেবী রুপে এই নায়িকা যেন সাক্ষাৎ কালী। কে তিনি?

 


মেকআপ আর্টিস্ট মুক্তি রায়ের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ছবিটি শেয়ার করা হয়েছে। ক্যাপশন না পড়লে আপনি ধরতেই পারবেন না দেবী রুপে ইনি বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। চিনতে পারলেন? গায়ের রং মিশমিশে কালো, গা ভর্তি সোনালী- রুপোলী গয়না,কপালে ত্রিনয়ন, কালো লম্বা কোঁচকানো চুল, টকটকে লাভ জিভ বের করা, মাথায় বড় মুকুট। একেবারে যেন দেবী কালী। এভাবেই টলিপাড়ার এক অত্যন্ত চেনা মুখকে সাজিয়ে তুললেন মেকআপ আর্টিস্ট মুক্তি রায়। নিজের সোশ্যাল পেজ থেকে ছবিটি শেয়ার করেছেন তিনি। কালী রূপে এই অভিনেত্রী হলেন শ্রুতি দাস। ছবিটি যদিও আগের। দেবী ভবতারিণী রূপে সেজেছিলেন তিনি।    

 

সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে সেই মেকআপ আর্টিস্ট লেখেন, “ফোন ঘাঁটতে ঘাঁটতে পেলাম । মোবাইলে তুলেছিলাম শুটের এর সময়। চোখ বন্ধ করে যে বসে আছে সে হল শ্রুতি দাস।”

শ্রুতিকে এই রূপে দেখার পর যেন বিশ্বাসই করতে পারছেন না নেটিজেনরা। অভিনেত্রীর অনুরাগী মহলেও জোর চর্চা চলছে তাঁর এই লুককে ঘিরে। প্রিয় অভিনেত্রী শ্রুতির প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। যদিও এর আগেও বহুবার দেবী কালিকার বিভিন্ন রূপে ধরা দিয়েছেন শ্রুতি। চ্যানেলের মহালয়া হোক কিংবা ফটোশুট, এর আগেও বহুবার এই রূপে দর্শক দেখেছেন তাঁকে। তবে এবার যেন শ্রুতিকে চেনাই দায় হয়েছে। 

 

আরও পড়ুন: 'লভ অ্যান্ড ওয়ার'-এর ফ্লোরেই বিশাল হাসপাতাল গড়ে তুললেন বনশালি! কোন ভয়ে এমন সিদ্ধান্ত নিলেন পরিচালক?

 

নিজেকে দেবী কালিকার রূপে সাজাতে বরাবরই পছন্দ করেন শ্রুতি। এ কথা বহুবার নিজেই স্বীকার করেছিলেন অভিনেত্রী। এমনকী দেবীর এই রূপ তাঁকে মনের জোর আরও বাড়িয়ে দেয়, এমন কথাও জানিয়েছিলেন বহু সাক্ষাৎকারেই। 

প্রসঙ্গত, ২০২০ সালে 'ত্রিনয়নী' ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় হাতে খড়ি হয় শ্রুতি দাসের। এরপর তাঁকে দেখা যায় 'দেশের মাটি'-তে নোয়া চরিত্রে। এরপর মাঝে কিছুদিন সময়টা একটু কঠিন হলেও, 'রাঙা বউ' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে ফিরে ফের সকলের মন জয় করেন অভিনেত্রী। কেরিয়ারের অনিশ্চয়তা নিয়ে একাধিকবার আবেগঘন পোস্ট করেছেন টেলি নায়িকা।

 

আরও পড়ুন: লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় এবার সলমনের প্রাক্তন প্রেমিকা? বাড়িতে ঢুকে ভাঙচুর সঙ্গীতা বিজলানির!

 

তবে চলতি বছরেই বড়পর্দায় পা রাখেন শ্রুতি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'আমার বস'-এ বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ 'ডাইনি' ওয়েব সিরিজে অভিনয় করে সকলের মন ফের জয় করেছেন শ্রুতি। সম্প্রতি মাইক্রো ড্রামা 'ছায়াসঙ্গী'-তেও তাঁর কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। আগামীতে শ্রুতিকে দেখা যেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এ।