অভিনেত্রী ও প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানির পুণে জেলার মুলশি অঞ্চলে অবস্থিত ফার্মহাউসে সম্প্রতি ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, তাঁর এই ব্যক্তিগত সম্পত্তিতে অনুপ্রবেশ করে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং একাধিক জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করে। ঘটনার পরেই সঙ্গীতা বিজলানি থানায় অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় পুলিশ একটি তদন্ত শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্তকারী অফিসার জানিয়েছেন, “এটি একটি স্পর্শকাতর বিষয়। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। কারা এর পেছনে রয়েছে, তা জানতে চেষ্টার ত্রুটি করা হবে না।”
সঙ্গীতা বিজলানির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এই ঘটনায় আতঙ্কিত এবং ক্ষুব্ধ। দীর্ঘদিন ধরেই তিনি এই ফার্মহাউসের যত্ন নিচ্ছেন এবং এটি তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। ঘটনার পরে তিনি ফার্মহাউসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন।
সঙ্গীতার ফার্মহাউস থেকে বড় একটি টেলিভিশন সেট গায়েব হয়ে গিয়েছে। বাড়ির খাট, রেফ্রিজারেটর পর্যন্ত ছাড়েনি চোরের দল। যা পেরেছে নিয়ে গিয়েছে, বাকি সব ভাঙচুর করে গিয়েছে তারা। বাড়ির টুকটাক জিনিসপত্রও গায়েব হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজ, ভিতরের জিনিসপত্র ভাঙচুরও করে যায় চোরের দল।
পুণে গ্রামীণের পুলিশ সুপার সন্দীপ সিংহ গিলকে চিঠি দিয়েছেন সঙ্গীতা। তিনি জানিয়েছেন, অসুস্থ বাবার শুশ্রূষায় ব্যস্ত ছিলেন বলে ফার্মহাউসে যেতে পারেননি এতদিন। শেষ পর্যন্ত চার মাস পর দুই গৃহ সহায়িকাকে নিয়ে সেখানে পৌঁছন তিনি। কিন্তু মূল দরজা ভাঙা দেখেই বিপদ টের পান তিনি। ভিতর ঢুকে দেখেন, জানলার গ্রিল কাটা হয়েছে। একটি টেলিভিশন সেট চুরি গিয়েছে। একটি ভেঙে রেখে গিয়েছে চোরেরা।
সঙ্গীতা জানিয়েছেন, দোতলায় সবচেয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। সব খাট ভেঙে ফেলা হয়েছে। মূল্যবান জিনিসপত্র তো বটেই, টুকটাক জিনিসও চুরি গিয়েছে। যেটুকু যা পড়ে রয়েছে, ভাঙচুর চলেছে তার উপর।
এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। তাঁরা পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।

এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, সলমনের ঘনিষ্ঠ হওয়াই কি হলো বিপদের মূল কারণ? কারণ বেশ কিছুদিন ধরে তাঁদের আবারও একসঙ্গে দেখা যাচ্ছে। সেই কারণেই কি এবার নিশানায় সঙ্গীতা? আসলে সলমন খানের প্রাক্তন প্রেমিকা তিনি। সঙ্গীতা বিজলানি ও সলমনের সম্পর্কের কথা একসময় ছিল চর্চায়। এ নিয়ে নতুন করে বলার কিছুই নেই। কিন্তু একটা সময়ের পর ভেঙ্গেছে তাঁদের সম্পর্ক। কিন্তু বিচ্ছেদের পরও রীতিমতো বন্ধুত্বে ভাটা পড়েনি তাঁদের। সৌজন্য বিনিময় থেকে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় সবটাই হয় তাঁদের মধ্যে। আর ঠিক সেভাবেই সম্প্রতি সঙ্গীতা বিজলানির জন্মদিনের পার্টিতে পৌঁছেছিলেন বলিউডের 'ভাইজান' সলমন খান। সেখান থেকেই আবারও চর্চায় আসেন তাঁরা। সঙ্গীতার সঙ্গে ঘটা এই ঘটনার সঙ্গে সলমন কিংবা লরেন্স বিষ্ণোইয়ের কোনও যোগ আগে কিনা তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, তবে তদন্ত চলমান রয়েছে।
