সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে রীতিমতো তোলপাড় বলিউড। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে নিয়ে তৈরি এই ড্রামা ইতিমধ্যেই ৫০% শুটিং শেষ করেছে। এবার আগস্ট থেকে শুরু হচ্ছে ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও হাই-ভোল্টেজ সিকোয়েন্সগুলোর শুট।

 

সঞ্জয় লীলা বনশালি আবারও প্রমাণ করলেন কেন তিনি একজন নিখুঁত কাজের মানুষ। তাঁর আগামী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলাকালীন অভিনয়শিল্পী ও কলাকুশলীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি সেটের মধ্যেই একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছেন।

 

আরও পড়ুন: 'কিং'-এর শুটিং ফ্লোরে মারাত্মক চোট শাহরুখ খান-এর! চিকিৎসার জন্য তড়িঘড়ি বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে 'বাদশা'কে?

 


জানা যাচ্ছে, মুম্বইয়ের ফিল্মসিটি স্টুডিওতে ১০০ দিনের একটি বিশাল শিডিউলের শুটিং শুরু হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। শুটিং চলাকালীন যাতে কারোরই কোনও স্বাস্থ্য সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া যায়, তার জন্যই বনশালি এই পদক্ষেপ নিয়েছেন। হাসপাতালটি তৈরি হয়েছে সম্পূর্ণ সজ্জিত চিকিৎসা সরঞ্জাম ও একটি প্রফেশনাল মেডিকেল টিমসহ।

 

ছবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “শুটিং চলাকালীন প্রায় ৭০০ জন ইউনিট সদস্য প্রতিদিন সেটে থাকেন। এই বিশাল টিমের সুস্থতা নিশ্চিত করতেই সঞ্জয় স্যার এমন উদ্যোগ নিয়েছেন। তাঁর কাছে কাজের পাশাপাশি কলাকুশলীদের স্বাস্থ্যের গুরুত্বও সমান।”

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগস্ট থেকে বনশালি এমন কিছু মুখোমুখি দৃশ্য শুট করতে চলেছেন, যা বলিউডে রণবীর ও ভিকিকে একদম নতুন ভাবে তুলে ধরবে। ছবির দুই পুরুষ চরিত্রের মাঝে মুখোমুখি সংঘাত-ভিত্তিক দৃশ্যের জন্য তৈরি হচ্ছে এক বিশাল স্টুডিও সেট। এই দৃশ্যগুলিতে থাকবে উচ্চ আবেগ, তীক্ষ্ণ সংলাপ, এবং ধুন্ধুমার নাটকীয়তা!  

 

সঞ্জয় লীলা বনশালির এই ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। ছবিতে রয়েছেন ভিকি কৌশলও। এ বার শোনা যাচ্ছে রণবীরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে দীপিকাকেই। ছবিতে রণবীরের বিপরীতে ৪০ মিনিটের জন্য একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

 

অতিথি শিল্পী হিসেবে এই ছবিতে অভিনয় করছেন দীপিকা। তবে রণবীরের সঙ্গে নাকি তাঁর রয়েছে অতি ঘনিষ্ঠ একটি সাহসী দৃশ্য। সেই দৃশ্যের জন্য ছবিটি দেখতে গেলে দর্শককে প্রাপ্তবয়স্ক হতে হবে। সেন্সর বোর্ড থেকেও তাই এই ছবি ‘এ’ সংশাপত্র পাবে বলে জানা যাচ্ছে।

 

প্রসঙ্গত, 'গাঙ্গুবাঈ'-এর পর আলিয়াকে আরও একবার নির্দেশনা দেবেন বনশালি। 'ব্রহ্মাস্ত্র'র পর এই ছবির সুবাদেই আরও একবার বড়পর্দায় দর্শকের সামনে হাজির হবেন এই 'রিয়েল লাইফ' জুটি। ভুললে চলবে না ভিকি কৌশলের কথা। রণবীরের সঙ্গে পর্দায় ভিকির 'ব্রোম্যান্স'-এর কথা সর্বজনবিদিত। অন্যদিকে, 'রাজি' ছবিতে ভিকি-আলিয়া জুটির রসায়নের ভূয়সী প্রশংসা করেছিল সমালোচকের দল। সব মিলিয়ে দারুণ জমজমাট বনশালির দল। 

 

'ব্রহ্মাস্ত্র'র পর এই ছবির সুবাদেই আরও একবার বড়পর্দায় দর্শকের সামনে হাজির হবেন এই 'রিয়েল লাইফ' জুটি। ভুললে চলবে না ভিকি কৌশলের কথা। রণবীরের সঙ্গে পর্দায় ভিকির 'ব্রোম্যান্স'-এর কথা সর্বজনবিদিত। অন্যদিকে, 'রাজি' ছবিতে ভিকি-আলিয়া জুটির রসায়নের ভূয়সী প্রশংসা করেছিল সমালোচকের দল। সব মিলিয়ে দারুণ জমজমাট বনশালির দল।