আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রীসভা।একই সঙ্গে এর নাম মহাঋষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর, অযোধ্যাধাম রাখায় প্রস্তাবেও ছাড়পত্র দেওয়া হয়েছে।
অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে, অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর ফলে বিশ্ব তীর্থস্থল হিসেবে বিদেশী পুন্যার্থী এবং পর্যটকদের জন্য দরজা খুলে যাবে বলে মত মন্ত্রিসভার। মহাকাব্য রামায়ণের সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে মহাঋষি বাল্মিকীর নামে বিমানবন্দরের নামকরণ করা হবে বলে জানানো হয়েছে। যা এক অনন্য পরিচয় বহন করবে।
অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে, অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর ফলে বিশ্ব তীর্থস্থল হিসেবে বিদেশী পুন্যার্থী এবং পর্যটকদের জন্য দরজা খুলে যাবে বলে মত মন্ত্রিসভার। মহাকাব্য রামায়ণের সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে মহাঋষি বাল্মিকীর নামে বিমানবন্দরের নামকরণ করা হবে বলে জানানো হয়েছে। যা এক অনন্য পরিচয় বহন করবে।
