আজকাল ওয়েবডেস্ক: বিবাহিত জীবন সবসময় সমানভাবে চলে না। কখনও সুখে সংসার চলে, আবারও কখনও টানাপোড়েন চলে স্বামী-স্ত্রীর মধ্যে। তবে একে অপরের প্রতি টান সবসময়ই থাকে দু’জনের। কখনও যদি ডিভোর্স বা সেপারেশনের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কষ্ট পান দু’জনেই। কিন্তু আসামে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। স্ত্রী ছেড়ে চলে যেতে অর্থাৎ ডিভোর্সের পর এক পৈশাচিক আনন্দে মেতে উঠলেন স্বামী। যেন একপ্রকার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। বহুদিন ধরে টানাপোড়েনের মধ্যে দিয়ে চলা দাম্পত্য জীবনের অবসান ঘটতেই দুধ দিয়ে স্নান করে ‘স্বাধীনতা’ উদযাপন করেছেন আসামের নলবাড়ির বাসিন্দা মানিক আলি। এই অদ্ভুত উদযাপনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, মানিক আলি নামের ওই ব্যক্তি তাঁর বাড়ির বাইরে একটি প্লাস্টিকের শিটের উপর দাঁড়িয়ে আছেন। তাঁর সামনে সাজানো রয়েছে চারটি দুধভর্তি বালতি। একে একে সেই বালতির দুধ গায়ে ঢেলে নিজেকে স্নান করিয়ে ঘোষণা করেন, ‘আজ থেকে আমি স্বাধীন’। ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘ও বারবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যেত। সংসারের শান্তির কথা ভেবে আমি কিছু বলতাম না’। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর স্ত্রী এর আগেও অন্তত দু’বার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে দু’জনেই আইনি পথে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। মানিক জানান, ‘শনিবার আমার অ্যাডভোকেট আমাকে জানায়, আমাদের ডিভোর্স ফাইনাল হয়েছে। তাই আজ আমি দুধ দিয়ে স্নান করে আমার নতুন জীবনের সূচনা করছি’।

?ref_src=twsrc%5Etfw">July 13, 2025

এই ভিডিও সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। কেউ বলছেন, ‘আহা! স্বাধীনতা তো এমনই হওয়া উচিত’। আবার অনেকে কটাক্ষ করে মন্তব্য করেছেন, ‘স্বাধীনতা দিবসেও এমন উদযাপন দেখা যায় না’! প্রসঙ্গত, সাধারণত বিবাহ বা জন্মদিনে দুধ দিয়ে স্নান করার দৃশ্য দেখা যায় দক্ষিণ ভারতে। কিন্তু ডিভোর্সের পর এমন সেলিব্রেশন আজ পর্যন্ত কোথাও দেখা যায়নি। এই ধরনের ‘উৎসব’ সম্ভবত প্রথমবার নজরে এল উত্তর-পূর্ব ভারতে। মানিকের এই দুধস্নান কেবলমাত্র একটি বিচ্ছেদের উদযাপন নয়, বরং নিজের জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের এক প্রতীকী মুহূর্ত বলেই মনে করছেন অনেকে।

উল্লেখ্য, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত রুকুনপুর পঞ্চায়েতের কাছারিপাড়া গ্রামে কিছুদিন আগে এমন এক ঘটনা ঘটেছিল। আরিফুল শেখ নামে বছর পঁচিশের এক যুবক ডিভোর্সের আনন্দে দুধ দিয়ে স্নান করেন। আরিফুল বলেন, ‘দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর আমি বিয়ে করেছিলাম। কিন্তু স্ত্রী বাড়িতে এসে আমার পরিবারের লোকের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে আমার বাবা-মা এবং আমার সঙ্গে প্রায় নিত্যদিন তার ঝামেলা হত। আমার স্ত্রী তার পরিবারের লোকেদের কথায় বেশিরভাগ সময় চালিত হত’।

তিনি আরও বলেন, ‘আমি কাকে বিয়ে করেছিলাম, কোথায় বিয়ে করেছিলাম এই বিষয়ে কাউকেই কিছু বলব না। ২০২২ সালের ২১ জুন আমি বিয়ে করেছিলাম। ২০২৫ সালের ২১ জুন আমি 'ডিভোর্স' করে স্ত্রীর কাছ থেকে মুক্তি পেয়েছি। এই খবর পাওয়ার পর আনন্দে আমি দুধ দিয়ে স্নান করেছি’। ওই যুবক বলেন, 'তবে আমি সকলকে বলব প্রেম করে বিয়ে করার আগে একবার বাড়ির লোকের মতামত নিন। তা না হলে অনেকেই হয়তো আমার মতো ভুগতে হতে পারেন।'