আজকাল ওয়েবডেস্ক: ৭৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদী। তার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট মহল। টুইট করে শোকপ্রকাশ করেছেন শচীন তেন্ডুলকর। তিনি লেখেন, 'বিষাণ পাঁজির মত মানুষকে প্রথম দেখার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওঁর কোচিংয়েই ইংল্যান্ডে প্রথম শতরান করেছিলাম। আজ বিষাণ পাঁজিকে খুব মনে পড়ছে।' শোকপ্রকাশ করেছেন বিরাট কোহলিও। স্পিনারের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি লেখেন, 'ভাবতেই পারছি না। ওঁর পরিবারকে সমবেদনা জানাই। ' শুধু ক্রিকেটার নয়, কিংবদন্তির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, 'ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবেন তিনি। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।' সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি জানিয়েছেন, 'বিষাণ সিং বেদীর নাম লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে গাঁথা। তিনি একজন মহান অধিনায়ক ছিলেন। তাঁর পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানাই।'