আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফি হারের পরেই কড়া হয়েছে বিসিসিআই। বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার পিছনে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় গিয়ে ১–৩ সিরিজ হারের পরই চারিদিকে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। এরপরই কড়া হতে শুরু করে বিসিসিআই। একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়। তার মধ্যে অন্যতম ক্রিকেটারদের পরিবারের দীর্ঘদিন বিদেশে সঙ্গে থাকার উপর নিষেধাজ্ঞা। এছাড়া একসঙ্গে টিম বাসে যাওয়া সহ একাধিক নির্দেশ জারি করা হয়। যা পছন্দ হয়নি অনেক ক্রিকেটারেরই। তার মধ্যে অন্যতম বিরাট কোহলি। তিনি স্পষ্টই জানিয়েছিলেন, এই নির্দেশ তিনি মোটেও পছন্দ করছেন না।
এবার এই বিষয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। চেতেশ্বর পুজারাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের এটা বুঝতে হবে যে বিদেশ সফর মানে ঘুরতে যাওয়া নয়। সেখানে পরিবার থাকলে ফোকাস ঘুরে যেতে পারে ক্রিকেটারদের।

গম্ভীরের কথায়, ‘পরিবার গুরুত্বপূর্ণ। কিন্তু একটা বিষয় বুঝতে হবে। বিদেশ সফরে একটা উদ্দেশ্য নিয়ে এসেছো। ঘুরতে নয়। ড্রেসিংরুম শেয়ার করাটা গর্বের বিষয়। এটা সমস্ত ক্রিকেটারকেই বুঝতে হবে।’ এরপরই গম্ভীরের সংযোজন, ‘বিদেশ সফরে পরিবারের থেকেও অগ্রাধিকার দেওয়া উচিত দেশের হয়ে খেলাকে। সেই লক্ষ্যে এগিয়ে যেতে গেলে কিছু ত্যাগ তো করতেই হবে।’
এর আগে বিরাট বেশ বিরক্তির সঙ্গেই জানিয়েছিলেন, ‘বিষয়টা ঠিক বুঝলাম না। পরিবার সঙ্গে থাকলে সতেজ থাকা যায়। খেলায় ফোকাস করা যায় অনেক বেশি। কিন্তু এই সিদ্ধান্তটা বেশ হতাশাজনক।’
এটা ঘটনা ভারত এখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। কিন্তু অবসর নেওয়ায় টেস্ট সিরিজে নেই বিরাট। পাঁচ ম্যাচের সিরিজ এখন ১–১। লর্ডসে শুরু হয়েছে তৃতীয় টেস্ট। ইংল্যান্ড টস জিতে শুরুতে ব্যাট করছে।
বৃহস্পতিবার ইংরেজ অধিনায়ক বেন স্টোকস টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। অধিনায়ক হিসেবে টানা তিনটি টেস্টেই টস হারলেন শুভমন গিল। প্রথম দুই টেস্টে টস জিতে শুরুতে বোলিং নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এজবাস্টনে হারতে হয় স্টোকসদের। যা নিয়ে সমালোচনা কম হয়নি। শুরুতে ব্যাট করে ভারতীয় ব্যাটাররা রানের পাহাড় গড়েছিলেন। তাই এবার আর ভুল করেননি স্টোকস। টস জিতে নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
ইংল্যান্ড প্রথম একাদশ ম্যাচের এক দিন আগেই ঘোষণা করে দিয়েছিল। দলে একটাই বদল। জশ টংয়ের জায়গায় আসেন জফ্রা আর্চার। চার বছরেরও বেশি সময় পর তিনি টেস্ট খেলছেন।
এদিকে ভারতীয় দলে প্রথম একাদশে ফিরেছেন বুমরা। প্রসিধ কৃষ্ণার জায়গায়। বাকি দল অপরিবর্তিত।
তবে সবচেয়ে বড় প্রশ্ন লর্ডস টেস্টে বৃষ্টি থাবা বসাবে না তো?
এটা ঘটনা হেডিংলির পর বার্মিংহ্যাম টেস্টেও বৃষ্টি থাবা বসিয়েছিল। যদিও ম্যাচের ফলাফলে তা প্রভাব ফেলেনি। আকুওয়েদারের রিপোর্ট বলছে, লর্ডস টেস্টের পাঁচ দিন বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। প্রত্যেক দিনই আকাশ পরিষ্কার থাকবে। মেঘলা থাকার সম্ভাবনাও বেশ কম। তাপমাত্রা থাকবে ৩০–৩১ ডিগ্রির মধ্যে। হালকা হাওয়া দেবে সব সময়। ফলে টেস্টের পাঁচ দিনই নিরবচ্ছিন্ন খেলা দেখা যেতে পারে। এখনও অবধি এই পরিস্থিতিই রয়েছে।
