আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টে ফের চেনা ছন্দে দেখা গেল মহম্মদ সিরাজকে। তৃতীয় টেস্টের প্রথম দিনেই একাধিক কথোপকথন শোনা গেল ভারতীয় ক্রিকেটারদের তরফে। প্রথম দিনের খেলায়, লাঞ্চের ঠিক পরের সময়ে ভারতীয় বোলাররা জো রুট এবং ওলি পোপকে চাপে রেখেছেন, তখনই ঘটল এক অন্যরকম ঘটনা। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ৮৫ রানে দু’উইকেট স্কোর নিয়ে মাঠে ফিরে দ্রুত রান তুলতে চেয়েছিল তাদের ‘বাজবল’ স্টাইলে।

তবে, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের টানা আক্রমণে রান আসা বন্ধ হয়ে যায়। এক সময় এমনও হয় যে টানা ২৮টি বল ইংল্যান্ডের কোনও ব্যাটার রানই করতে পারেননি। এই চাপের মধ্যেই, ৩১তম ওভারে জো রুট একটি বল খেলতে গিয়ে তাড়াহুড়ো করেন, কিন্তু বল তাঁর ব্যাটের বাইরের প্রান্ত ছুঁয়ে বেরিয়ে যায়। তখনই সিরাজ রুটকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন বাজবলের নামে। সিরাজ বলেন, ‘বাজ, বাজ, বাজবল! এখন বাজবল খেলো, আমরা দেখতে চাই’।

মাঠে রুট চুপচাপ থাকলেও, সিরাজের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে। লর্ডসে প্রথম দিনের খেলা ছিল একেবারেই ব্যালান্সড। টস জিতে ইংল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রথম ঘণ্টাতেই ভারতীয় পেসাররা বিশেষ করে বুমরা, ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলিকে চাপে রাখেন।

তারপর ড্রিংকস ব্রেকের ঠিক পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নীতীশ কুমার রেড্ডি। এক ওভারেই ফিরিয়ে দেন ডাকেট ও ক্রলিকে। ওলি পোপকে প্রথম বলেই শূন্য রানে জীবনদান দেন শুভমন গিল, একটি সহজ ক্যাচ ফেলেন তিনি। মাঠের উত্তাপ, পেসারদের আগ্রাসন এবং সিরাজের খোঁচা—সব মিলিয়ে প্রথম দিনের খেলা দর্শকদের জন্য উপভোগ্য হয়ে ওঠে। এখন দেখার, সিরিজের এই গুরুত্বপূর্ণ টেস্টে কে নেয় চালকের আসন।