ইউনাইটেড কলকাতা ৪, খিদিরপুর ০
(ভিনিল, তুহিন, জিতেন, আকাশ)
আজকাল ওয়েবডেস্ক: গত শনিবার রেনবোকে হারিয়ে আত্মবিশ্বাস এমনিই ছিল তুঙ্গে। এদিন তারই আরও একটা প্রতিচ্ছবি দেখল কল্যাণী। খিদিরপুর এসসিকে হারিয়ে চার ম্যাচে চার জয় তুলে নিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। এদিনের ম্যাচ কার্যত একপেশে। ইয়ান ল-এর দলের ছেলেদের সামনে দাঁড়াতেই পারেনি খিদিরপুর। ইউনাইউটেড কলকাতার হয়ে গোল করেন ভিনিল পূজারি, জিতেন মুর্মু, আকাশ ওঁরাও এবং তুহিন সিকদার। টানা কয়েকদিন বৃষ্টির কারণে এদিন কল্যাণী স্টেডিয়াম লাগোয়া বি মাঠের অবস্থা ছিল একেবারেই খারাপ। তার মধ্যেই খেলার শুরুতে ইউকেএসসিকে এগিয়ে দেন ভিনিল পূজারি।

খিদিরপুরের বক্সে জটলার মধ্যে থেকে গোল করে বেরিয়ে যান। এদিন দু’দলের কাছেই মূল অস্ত্র ছিল লং বল। আক্রমণ বাড়াতে সামনে রাহুল ভেনু এবং জ্যাকবের উদ্দেশ্যে একাধিক লং বল বাড়ালেও সুযোগ তৈরি হয়েছিল গোলের। কিন্তু প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানেই। খেলার মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠা খিদিরপুর তখন একের পর এক বল ভাসাচ্ছে ইউকেএসসির বক্সে। বেশ কয়েকবার তৈরি হয় গোলের সুযোগও। কিন্তু ইউনাইটেড কিপার অভিলাষ একা পাঁচিল হয়ে দাঁড়িয়েছিলেন। জোরালো হেড থেকে শট আটকে দেন তিনি। এর কিছুক্ষণ পরেই মাঠে নামেন তুহিন।

নামার ৩০ সেকেন্ডের মধ্যেই এগিয়ে দেন দলকে। কর্ণার থেকে বাঁ পায়ে জোরালো ইনসুইঙ্গার। কাউকে মাথাও ছোঁয়াতে হয়নি, তুহিনের অলিম্পিক গোলে হাততালিতে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। ফের পিছিয়ে পড়ে অল আউট অ্যাটাকে যাওয়া ছাড়া আর কিছু করার ছিল না খিদিরপুরের। ইউকেএসসির তৃতীয় গোল পেনাল্টি থেকে। বক্সের ভিতর খিদিরপুরের ফুটবলার ফাউল করলে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি জিতেন। তার কিছুক্ষণ পরেই গোলকিপারকে কাটিয়ে ব্যবধান ৪-০ করেন আকাশ ওঁরাও। চার ম্যাচে চার জয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে দাপট দেখাচ্ছে ইউনাইটেড কলকাতা।
