উজ্জ্বল, বড় চাঁদ। বিজ্ঞানীরা নাম দিয়েছেন 'সুপারমুন'। চলতি বছরে পৃথিবী থেকে তিনবার দেখা মিলবে সুপারমুন-এর। ইতিমধ্যেই দেখা মিলেছে একবার।
2
7
আগামিকাল, আর একবার দেখা মিলবে তার। নাম দেওয়া হয়েছে 'বিভার মুন'।
3
7
বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামিকাল চাঁসের সঙ্গে পৃথিবীর দূরত্ব কমে যাবের অনেকতাই। দূরত্ব থাকবে ৩ লক্ষ ৫৬ হাজার ৯৮০ কিলোমিটার।
4
7
ফলে চাঁদকে পৃথিবী থেকে আরও বড়, উজ্জ্বল দেখতে লাগবে।
5
7
কখন, কোথা থেকে দেখা মিলবে বিভার মুন-এর। তথ্য, ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সকাল ৮টা ১৯ মিনিটে শিখরে উঠবে চাঁদ। স্থানীয় সময় দুপুর ১টা ১৯ মিনিটে এই চাঁদকে দেখা যাবে ব্রিটেন থেকে। এই নভেম্বরে চাঁদ তার পেরিজি অবস্থায় পৌঁছাবে ৫ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটে বা ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
6
7
যদিও বিশেষজ্ঞদের মতে, বুধবার 'বিভার মুন'এর দেখা পাওয়ার সম্ভাবনা থাকলেও, মূলত আরও স্পষ্ট হয়ে এই চাঁদকে পৃথিবীর মানুষ দেখতে পাবেন বৃহস্পতিবার।
7
7
কেন নাম দেওয়া হয়েছে বিভার মুন? রয়েল গ্রিনউইচ মিউজিয়ামের মতে, এই নামের পিছনে দুটি প্রধান তত্ত্ব রয়েছে। তবে বিভারদের কারণেই এই চাঁদের নাম বিভার মুন দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।