Budh Guru Vakri 2025 Jupiter and Mercury retrograde on November bring immense money to four Zodiac Signs life
নভেম্বরে বুধ-বৃহস্পতির বক্রী চালে সৌভাগ্যের জোয়ার! ৪ রাশির লটারি জেতার সুযোগ, বছর শেষে কোটিপতি হবেন কারা?
নিজস্ব সংবাদদাতা
৪ নভেম্বর ২০২৫ ১৯ : ৩১
শেয়ার করুন
1
9
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের সোজা-উল্টো গতিতে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। যেমন নভেম্বরে বুধ ও বৃহস্পতির বক্রী চালে পাঁচ রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
9
সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন। সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও বদল করেন বুধ।
3
9
জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হন। প্রায় ১২ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি। আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে। বৈদিক জ্যোতিষ অনুসারে সময় ভাল চললে বলা হয়ে থাকে যে তাঁর বৃহস্পতি তুঙ্গে রয়েছে।
4
9
নভেম্বর মাসে বৃহস্পতি এবং বুধের উল্টো গতিতে চলবে। জ্যোতিষশাস্ত্র বলছে, ১০ নভেম্বর রাত ১২:৩১ মিনিটে বুধ তুলা রাশিতে বক্রী হবে। এর ঠিক পরের দিন ১১ নভেম্বর, বৃহস্পতি কর্কট রাশিতে বিপরীতমুখী হবে।
5
9
বুধ ও বৃহস্পতির এই উল্টো গতি চার রাশির উপর শুভ প্রভাব ফেলবে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
6
9
বৃষঃ বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে দুশ্চিন্তা দূর হবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। শেয়ার বাজারে অর্থ লগ্নির সুযোগ হাতছাড়া করবেন না। দাম্পত্যে সুখ থাকবে৷ কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।
7
9
কন্যাঃ কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ প্রভাব ফেলবে বুধ-বৃহস্পতি। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। লটারি জেতার যোগ রয়েছে। সন্তানের স্বাস্থ্য ভাল থাকবে।
8
9
বৃশ্চিকঃ বৃহস্পতি ও বুধের বিপরীতমুখী গতি বৃশ্চিক রাশির ভাগ্যকে শক্তিশালী করবে। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি দ্রুত সম্পন্ন হবে। আধ্যাত্মিক দিকে আগ্রহ বাড়বে।
9
9
কুম্ভঃ বুধ-বৃহস্পতির প্রভাবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে। যার সঙ্গে পরিচিতির কারণে আগামি দিনে পেশাগত জীবনে লাভবান হবেন। প্রেমজীবনে সুখ থাকবে।