অবসরের পর অর্থনৈতিক স্থিতি বা আর্থিক নিরাপত্তা অনেকের কাছেই সবচেয়ে বড় অগ্রাধিকার হয়ে দাঁড়ায়। ঠিক এই প্রয়োজনে, ভারত সরকারের সমর্থিত একটি নির্ভরযোগ্য বিনিয়োগ পরিকল্পনা হল সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম, যা ইন্ডিয়া পোস্ট বা ডাক বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। এই স্কিম প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে তৈরি, যা নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের নিশ্চয়তা দেয়।
2
11
SCSS অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াটি একেবারেই সহজ এবং ঝামেলামুক্ত। আপনি কাছের যেকোনো পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এটি একটি সরকার-সমর্থিত সঞ্চয় প্রকল্প, তাই বিনিয়োগের অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকে। আপনার জমাকৃত অর্থের উপর সুদ প্রতি তিন মাসে একবার করে জমা হয়, যা অবসরের পর নিয়মিত আয়ের উৎস হিসেবে কাজ করে। দৈনন্দিন খরচ মেটানো থেকে শুরু করে অবসরকালীন জীবনের ছোট-বড় লক্ষ্য পূরণের জন্য এই স্কিম বিশেষভাবে উপযোগী।
3
11
এই স্কিমের অন্যতম বড় আকর্ষণ হল এর উচ্চ সুদহার। বর্তমানে SCSS-এ বার্ষিক ৮.২% হারে সুদ দেওয়া হয়। প্রতি ত্রৈমাসিকে এই সুদের টাকা অ্যাকাউন্টে জমা হয় — অর্থাৎ মার্চ ৩১, জুন ৩০, সেপ্টেম্বর ৩০ এবং ডিসেম্বর ৩১ তারিখে সুদ গণনা করা হয় এবং পরের দিন, অর্থাৎ এপ্রিল ১, জুলাই ১, অক্টোবর ১ বা জানুয়ারি ১ তারিখে সুদের টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা পড়ে।
4
11
এই সুদ আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পেতে পারেন, ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেম-এর মাধ্যমে। তবে যদি কোনো অ্যাকাউন্টধারী ত্রৈমাসিক সুদ উত্তোলন না করেন, তবে সেই অনউত্তোলিত অর্থের উপর অতিরিক্ত কোনো সুদ দেওয়া হবে না।
5
11
SCSS-এর আরও একটি বড় সুবিধা হল এর স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা। একটি অ্যাকাউন্টে প্রতি ত্রৈমাসিকে সর্বাধিক ৬১,৫০০ পর্যন্ত সুদ আয় করা সম্ভব, যা একেবারেই বাজার ঝুঁকিমুক্ত। অর্থাৎ, বাজারের ওঠানামা বা অর্থনৈতিক অস্থিরতা আপনার আয়ে কোনো প্রভাব ফেলবে না।
6
11
অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে পোস্ট অফিসে গিয়ে একটি নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যায়। আবেদন করার সময় আপনার একটি ছবি, পরিচয়পত্র (যেমন প্যান কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট), ঠিকানার প্রমাণপত্র এবং বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে।
7
11
যদি আপনি স্বেচ্ছায় অবসর (VRS) বা চাকরি থেকে অবসর গ্রহণের পর অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে নিয়োগকর্তার দেওয়া অবসরপ্রমাণপত্র ও রিটায়ারমেন্ট বেনিফিটের নথিও জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার সময় নগদ বা চেকের মাধ্যমে অর্থ জমা দেওয়া যায়।
8
11
ন্যূনতম জমা রাশি: ১,০০০ (এবং ১,০০০-এর গুণিতকে জমা করতে হবে)।
9
11
সর্বাধিক জমা রাশি: একক বা একাধিক অ্যাকাউন্ট মিলিয়ে সর্বোচ্চ ৩০ লক্ষ পর্যন্ত জমা করা যাবে।
10
11
স্বামী-স্ত্রীর জন্য নিয়ম: উভয়েই আলাদা আলাদা একক অ্যাকাউন্ট খুলতে পারেন, আবার যৌথ অ্যাকাউন্টও খোলা যায়। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রেও সর্বাধিক জমা সীমা ৩০ লক্ষ। যদি দু’জনের আলাদা একক অ্যাকাউন্ট থাকে, তবে প্রত্যেকে সর্বাধিক ৩০ লক্ষ পর্যন্ত জমা রাখতে পারবেন।
11
11
সব মিলিয়ে, সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য একটি নিরাপদ, উচ্চ আয়সম্পন্ন এবং নিশ্চিন্ত বিনিয়োগের সুযোগ এনে দেয়। নিয়মিত আয়ের নিশ্চয়তা ও সরকারি গ্যারান্টির সুরক্ষা এই স্কিমটিকে প্রবীণ নাগরিকদের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত সঞ্চয় প্রকল্পে পরিণত করেছে।