আজকাল ওয়েবডেস্ক: প্রায় দুই দশকের অপেক্ষা এবং প্রায় এক বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের পর অবশেষে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম কায়রোতে খুলে গেছে। এই মহাসংগ্রহশালা এক ছাদের নীচে প্রথমবারের মতো কিংবদন্তি রাজা তুতানখামেনের সমাধি থেকে পাওয়া ৫,০০০-রও বেশি নিদর্শন একত্রে প্রদর্শন করছে। আর এই প্রদর্শনী ফের ফিরিয়ে এনেছে সেই চিরচেনা রহস্যময় কাহিনি — “ফারাও-এর অভিশাপ”।


ইতিহাস, প্রত্নতত্ত্ব ও কিংবদন্তির এমন মেলবন্ধন খুব কম গল্পেই দেখা যায়, যেমনটি দেখা গেছে তুতানখামেনের সমাধি আবিষ্কারের কাহিনিতে  এবং তারই সঙ্গে জড়িয়ে থাকা লর্ড কার্নারভনের মর্মান্তিক মৃত্যুতে।


জর্জ হারবার্ট, পঞ্চম আর্ল অব কার্নারভন, ছিলেন ২০ শতকের গোড়ার দিকে মিশরবিদ্যার এক উত্সাহী পৃষ্ঠপোষক। ১৯০৩ সালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসকরা তাঁকে উষ্ণ আবহাওয়ায় থাকার পরামর্শ দেন। সেই সময়ই তাঁর দৃষ্টি পড়ে মিশরের দিকে। তিনি নিজের বিপুল সম্পদ ঢেলে দেন দেশটির প্রত্নতাত্ত্বিক খননকার্যে, বিশেষত প্রাচীন রাজাদের সমাধি অনুসন্ধানে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Grand Egyptian Museum (@grandegyptianmuseum)