প্রশান্ত কিশোর। বহু দলকে জিতিয়েছেন রণকৌশলে। দেশের অন্যতম সফল ভোটকুশলী। সাফল্যের শিখরে থাকাকালীন, সেখান থেকে সরে গিয়ে তৈরি করেন নিজের রাজনৈতিক দল।
2
7
অর্থাৎ, বহু দলকে জিতিয়ে, রাজনীতির মারপ্যাঁচ কষে, নিজেই রাজনীতির ময়দানে। বিহারে তাঁর দল ভোট লড়ছে। প্রশ্ন ঘুরছে সে রাজ্যে, এবার কি কিশোরের রাজনৈতিক দল জন সূরজ বদলে দেবে বিহারের রাজনীতির সব সমীকরণ?
3
7
অনেকেই আবার প্রশ্ন করছেন, জেএসপি কি গেম-চেঞ্জার হতে পারে, নাকি এটি কেবল একটি স্পয়লার হিসেবে থেকে যাবে? এই প্রসঙ্গে অনেকেই নয়া রাজনৈতিক দলগুলির জনপ্রিয়তা লাভের পিছনের বেশ কয়েকটি কারণ উল্লেখ করছেন।
4
7
গণআন্দোলন বা ক্যারিশম্যাটিক নেতা - অন্ধ্রপ্রদেশে এনটি রামা রাওয়ের তেলুগু দেশম পার্টি (টিডিপি) (১৯৮৩) এবং আসামে আসাম গণ পরিষদ (এজিপি) (১৯৮৫) এর প্রধান উদাহরণ।
5
7
মিশন ড্রিভেন বা জোট-নিরপেক্ষ সত্তা - অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) এবং এখন জন সূরজ এর উদাহরণ।
6
7
অনেক সময়ে একাধিক কম ভোট-অংশীদার দলগুলি একসঙ্গে লড়াই করে থাকে। ভোট সম্মিলিত করে সিদ্ধান্ত নেয় পরবর্তীকালে। যদিও জন সূরজ সেই বিভাগে পড়ে না।
7
7
২০২৪ সালের নভেম্বরে বিহার উপনির্বাচনে, জেএসপি চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই ফলাফল গুলি নিয়েও চুলচেরা পর্যালোচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।