'বিগ বস ১৯'-এর ঘরে ফের নতুন বিতর্কের কেন্দ্রে সঙ্গীত পরিচালক আমাল মালিক। সহ-প্রতিযোগী তানিয়া মিত্তলকে লক্ষ্য করে তাঁর বলা কিছু মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভাইরাল ভিডিও ক্লিপে তাঁর ব্যবহৃত আপত্তিকর ভাষা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।
জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস ১৯'-এর যাত্রা শুরু থেকেই সঙ্গীত পরিচালক আমাল মালিক বারবার খবরের শিরোনামে এসেছেন। তাঁর মন্তব্য এবং অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে তাঁর আচরণ বহুবার দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে এবং সমাজমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। তবে সাম্প্রতিক একটি ঘটনায় তিনি আরও গুরুতর বিতর্কের মুখে পড়েছেন।
সম্প্রতি 'বিগ বস ১৯'-এর লাইভ ফিড থেকে একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। সেই ক্লিপটিতে আমাল মালিককে তাঁর সহ-প্রতিযোগী শেহবাজ বাদেশার সঙ্গে কথা বলতে দেখা যায়। কথোপকথনের সময় আমাল মালিককে এক প্রতিযোগীর বিষয়ে বলতে শোনা যায়, "আমরা বিপজ্জনক লোক, ওকে এক্ষুনি কামড়াব, ওকে কুকুর বানিয়ে দেব। এখানে কেন, বাইরেও ওকে ধরব।"
যদিও তিনি কার সম্পর্কে এই ধরনের গুরুতর মন্তব্যগুলি করছিলেন, তা কথোপকথনের প্রসঙ্গে স্পষ্ট নয়, তবে এই রিয়্যালিটি শো-এর দর্শক এবং বেশিরভাগ নেট নাগরিকের ধারণা, তিনি সমাজকর্মী তথা সহ-প্রতিযোগী তানিয়া মিত্তলকেই উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন। আমাল মালিকের দ্বারা ব্যবহৃত 'কুকুর বানিয়ে দেবো'-র মতো শব্দচয়ন সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
এই ক্লিপটি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, ইন্টারনেট ব্যবহারকারীরা আমাল মালিকের এই ধরনের শব্দ ব্যবহারে তাঁদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর মন্তব্য অত্যন্ত আপত্তিকর ও হতাশাজনক বলে বর্ণনা করেছেন নেটিজেনরা।
তাঁর প্রাক্তন সমর্থকরাও আমাল মালিকের বিরুদ্ধে মুখ খুলেছেন। একজন ক্ষুব্ধ ব্যবহারকারী লিখেছেন, 'বিশ্বাস করতে পারছি না, আমি এই ভাঁড়ের পিছনে আমার সময় এবং সমর্থন নষ্ট করেছি। আমার পছন্দ খুবই ভুল ছিল।'
অন্য একজন মন্তব্য করেছেন, 'আমি তানিয়ার জন্যই বিগ বস দেখা শুরু করেছিলাম, পরে তাঁদের বন্ধুত্বের কারণে আমালকে পছন্দ করেছিলাম। আমার মনে হয়েছিল সম্পর্কটি খাঁটি ও স্বাভাবিক। যদি তিনি একজন ভাল মানুষ হতেন, তবে তিনি তানিয়ার পিছনে এমন খারাপ ভাষা ব্যবহার করতেন না, বিশেষত সেই মহিলার জন্য যিনি কঠিন সময়ে তাঁর যত্ন নিয়েছিলেন।'
এই ঘটনা 'বিগ বস হাউস'-এর অভ্যন্তরে আমাল মালিকের বিতর্কিত মন্তব্যের তালিকায় নতুন সংযোজন। যদিও এই কথোপকথনের আসল প্রেক্ষাপট কী ছিল বা আমাল মালিক সত্যিই কাকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলেছিলেন, সে সম্পর্কে শো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে আলোচনা ক্রমশ জোরালো হচ্ছে এবং দর্শকরা এই বিষয়ে শো কর্তৃপক্ষের কাছ থেকে একটি স্পষ্ট বার্তার জন্য অপেক্ষা করছেন। এদিকে দর্শকরা অপেক্ষা করছেন 'উইকএন্ড কা ভার'-এর জন্য।
