আজকাল ওয়েবডেস্ক: ইংলান্ড সফরে ইতিমধ্যেই ৫৮৫ রান করে ফেলেছেন শুভমান গিল। একাধিক রেকর্ড ভেঙে দেওয়ার সামনে ভারত অধিনায়ক। 

ভেঙে দিতে পারেন ব্র্যাডম্যান, সুনীল গাভাসকরের রেকর্ডও। 

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে সুনীল গাভাসকরের টেস্ট অভিষেক ঘটে। সেই সিরিজে চার টেস্টে ৭৭৪ রান করেছিলেন সানি। ভারতের জার্সিতে এক সিরিজে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। এখনও অরক্ষিত রয়েছে তা। গিল কি ভেঙে দেবেন? 

১৯৭৮-৭৯ মরশুমে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে লিটল মাস্টার করেছিলেন ৭৩২ রান। সেই রেকর্ডও হয়তো ছাপিয়ে যাবেন গিল। 

অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড স্যর ডনের। তিনি ৮১০ রান করেছিলেন। গিল এখন ২২৫ রান দূরে। 

ইংল্যান্ডে ১৯৩০ সালের অ্যাশেজে ৯৭৪ রান করেছিলেন ডন ব্র্যাডম্যান। ৯৫ বছর ধরে সেই রেকর্ড অরক্ষিত। গিল কি পারবেন স্যর ডনকে ছুঁতে? 

ভারতের হয়ে ইংল্যান্ডে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড রাহুল দ্রাবিড়ের। ২০০২ সালে চার টেস্টে ৬০২ রান করেছিলেন দ্য ওয়াল। গিল এই রেকর্ড সহজেই ছাপিয়ে যাবেন। 

ভারত অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। ২০১৬ সালে পাঁচ টেস্টে ৬৫৫ রান করেছিলেন তিনি।