আজকাল ওয়েবডেস্কঃ ব্যক্তিত্ব জানার কৌতূহল থাকে সকলেরই। বিশেষ করে প্রত্যেক মানুষের এমন কিছু দুর্বলতা থাকে যা সকলের সামনে খুব একটা প্রকাশিত হয় না। আবার কিছু গোপন মনের ভাবনা থাকে যার সঙ্গে অনেক কাছের মানুষও পরিচিত হন না। নিজের ব্যক্তিত্বের সেই সার্বিক দিক তুলে ধরতে পারে মনস্তত্ত্ব-ভিত্তিক ব্যক্তিত্ব পরীক্ষা। বর্তমানে এই ধরনের পরীক্ষা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এক্ষেত্রে মজার ছবি ভিত্তিক ইলিউশন থেকে কুইজের মাধ্যমে নিজেকে ভালভাবে জানা যায়।
বর্তমানে একটি ব্যক্তিত্ব পরীক্ষায় চারটি ছবি দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে গরু, ঘোড়া, সিংহ এবং বাদঁর। আপনাকে একটি পশুকে বেছে নিতে হবে। আর আপনি যে প্রাণীটিকে বেছে নেবেন তার উপরই নির্ভর করবে আপনি কেমন স্বভাবের মানুষ। তাহলে ছবিটির দিকে তাকিয়ে বলুন আপনি কোনটি বাছবেন-
* গরুঃ যদি গরু বেছে নেন তাহলে আপনি আর্থিক স্থিতিশীলতাকে মূল্য দেন। একইসঙ্গে সঞ্চয়ের মাধ্যমে হোক বা দৃঢ় ভিত্তি তৈরির জন্য, আপনি বাস্তববাদী, পরিশ্রমী এবং নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে থাকেন।
* ঘোড়াঃ আপনার পছন্দ ঘোড়া হলে আপনি আনুগত্য এবং নির্ভরযোগ্যতাকে মূল্য দেন। যে কোনও পরিস্থিতিতে আপনি সঙ্গীর পাশে থাকেন। সম্পর্ককে অগ্রাধিকার দিতে ভোলেন না।
* সিংহঃ সিংহকে যদি আপনি বেছে নেন তাহলে সুরক্ষা এবং শক্তিকে মূল্য দেন। আপনি নিজের এবং অন্যদের জন্য দাঁড়ান, বিশেষ করে মানসিকভাবে দুর্বল ব্যক্তিদের সাহায্য করেন। প্রিয়জনদের মনের ভরসা ও সাহস জোগান।
* বাঁদরঃ ছবিতে বাঁদর পছন্দ হলে আপনার কাছে বন্ধুত্বের গুরুত্ব সবচেয়ে বেশি। যদি আপনি একাকীত্ব বোধ করেন তখন বন্ধু কিংবা প্রিয়জনদের সম্পর্কের আনন্দ উপভোগ করেন।
