আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন বৈভব সূর্যবংশী।
শুভমান গিলের ২০০ রান দেখার পরে বলেছিলেন, তিনিও দুশো করতে চান।
ইংল্যান্ডের যুব দলের বিরুদ্ধে পঞ্চম ওয়ানডেতে বৈভব করলেন কত রান?
৪২ বলে তিনি ৩৩ রান করেন। দুশো রান পেলেন না সূর্যংবশী। যেরকম বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বৈভব বিখ্যাত, সেই বিস্ফোরণ দেখা যায়নি বৈভবের ব্যাট থেকে।
সূর্যবংশী বরং শুরুটা ভাল করতে সাহায্য করেন। পরিণতবোধের পরিচয় দেন বাঁ হাতি ওপেনার।
বৈভবের ব্যাট থেকে আসে তিনটি বাউন্ডারি ও ২টি ছক্কা। ১৫-তম ওভারে সেবাস্টিয়ান মরগ্যানের বলে আউট হন সূর্যবংশী। দলীয় স্কোর তখন ৬০।
বৈভব ফিরে যাওয়ার পরে ধস নামে অনূর্ধ্ব ১৯ ভারত দলে। আর এস অম্বরীশের ৬৬ ও কনিষ্ক চৌহানের ২৪ ভারতকে পৌঁছে দেয় ৯ উইকেটে ২১০ রানে।
ম্যাচটা অবশ্য ইংল্যান্ড জিতে নেয় সাত উইকেটে। ১১৩ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় ইংরেজরা। ভারত অবশ্য সিরিজ জিতে নিয়েছে ৩-২-এ।
