আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক অভিবাসী শ্রমিক এবং তাঁর দুই মেয়ের অস্বাভাবিক মৃত্যু৷ বাড়ির ছাদ ধসে মারা যান তাঁরা। পাঞ্জাবের হশিয়ারপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ বৃহস্পতিবার পুলিশ সূত্রে খবর৷
পুলিশ সূত্রে খবর,ঘটনাস্থল টান্ডা থানা এলাকার আহিয়াপুরে। শঙ্কর বিহারের এক শ্রমিক ছিলেন। সাম্প্রতিক ঘটে যাওয়া এই ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হন। শঙ্কর (৪০) ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা (৩৬ তাঁদের ৪ সন্তান সহ এক বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন সকালে বাড়ির একটি ঘরের ছাদ আচমকা ভেঙে পড়ে। ঘটনার জেরে শঙ্কর, তাঁর দুই মেয়ে শিবানী (১৩)নও পূজা (৫) মারা যান।
পুলিশ জানায় শঙ্করের স্ত্রী প্রিয়াঙ্কা সহ আরও দুই সন্তান সুনিতা (৬) এবং প্রীতি (৮)- এই ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তাঁদের তান্ডার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্ত অনুসারে, বাড়িটি বেশ পুরনো ছিল। বাড়ির ছাদ কাঠের ছিল। পুরনো হওয়ায় কাঠের ছাদ পুরো কাদা দিয়ে ঢেকে যায়। বৃষ্টির কারণে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে৷ পুলিশ পুরো ঘটনার তদন্ত জারি রেখেছে৷
