আজকাল ওয়েবডেস্ক: দিল্লির ধাবা মালিক এবং তাঁর ছেলেকে খুনের অভিযোগ উঠেছিল, এবার সেই অভিযুক্তকে পাঞ্জাব থেকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির নবী করিম এলাকায় ৩০ বছর বয়সী ধাবার মালিক এবং তাঁর ৮ বছরের ছেলেকে খুন করায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পাঞ্জাব থেকে। শনিবার নবী করিম এলাকায় ওই দু' জনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রের খবর, তাদের নাম অনুজ এবং রৌনক। অভিযুক্তের নাম সনু। যে নিজেও ওই ধাবার একজন কর্মী ছিল বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, সনু বিহারের মুজফফরপুরের বাসিন্দা। সে এই ধাবায় কাজে যুক্ত হয়েছিল অক্টোবর নাগাদ। ধাবার মালিক তাকে ক্রমাগত ধমক দেওয়ার কারণে তার রাগ ছিল। পুলিশের অনুমান, সেই কারণেই দুজনকেই খুন করে সনু। পুলিশের কাছে ঘটনার দিন ফোন যায় একটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, ধাবা বন্ধ ভিতর থেকে। ধাবায় ঢুকে দু' জনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।