আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানা মিউজিক ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মডেল শীতল ওরফে সিম্মিকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। সোমবার সোনিপতের খারখোদা এলাকার খান্ডা গ্রামের কাছে রিলায়েন্স ক্যানালের ধারে তাঁর গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, পানিপতের বাসিন্দা শীতল কয়েকদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে কিছুদিন আগেই থানায় একটি মিসিং রিপোর্ট দায়ের করা হয়।

পরিবারের দাবি, শীতল আহার গ্রামে একটি অ্যালবামের শুটিংয়ে গিয়েছিলেন এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে অনেক চেষ্টা করেও কোনওভাবেই যোগাযোগ করা যায়নি শীতলের সঙ্গে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শীতল দু’দিন আগে সুনীল নামের এক ব্যক্তির সঙ্গে গাড়িতে করে বেরিয়েছিলেন। সেই গাড়িটি রহস্যজনকভাবে খালে পড়ে যায়। সুনীলকে উদ্ধার করে পানিপতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি উদ্ধারের সময়ই শীতলের মৃতদেহ মেলে।

সোনিপত ও পানিপত পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। সোনিপতের ডিএসপি রাজবীর সিং জানিয়েছেন, ‘শীতলের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তের পর খুনের ঘটনা বলেই ধরে নেওয়া হচ্ছে’। শীতলের পরিবারেরও স্পষ্ট দাবি, এটা কোনওভাবেই দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে শীতলের পরিবারের তরফে। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্তদের শনাক্তকরণ ও গ্রেপ্তার করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।