আজকাল ওয়েবডেস্ক: ফের বিমানে বিপত্তি। এবার বিমানের চাকায় আগুনের ফুলকি দেখা গেল। অবতরণের সময় চাকা থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা গেছে‌। ঘটনাটি ঘিরে তুমুল আতঙ্ক ছড়িয়েছে লখনউ বিমানবন্দরে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সাড়ে ছ'টা নাগাদ। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি ৩১১২ বিমানটি বড়সড় দুর্ঘটনা এড়িয়ে যায় গতকাল। শনিবার রাত পৌনে ১১টা নাগাদ জেদ্দা থেকে রওনা দেয় বিমানটি। সাড়ে ছ'টা নাগাদ লখনউয়ের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তখনই বিমানের চাকা থেকে আগুনের ফুলকি দেখা গেছে। 

জানা গেছে, বিমানে ২৫০ জন হজযাত্রী ও ক্রু মেম্বাররা
ছিলেন। অবতরণের সময়েই বিমানটি যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। ধোঁয়া দেখেই পাইলট বিমানটি থামান এবং কন্ট্রোল রুমে খবর পাঠান। তড়িঘড়ি বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণকারী ও উদ্ধারকারী দল ছুটে আসে। ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, হাইড্রোলিক সিস্টেম লিক করার জেরে ধোঁয়া বের হতে দেখা গেছে। অবতরণের সময় বলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। উড়ানের সময় হলে এ ঘটনা ঘটলে আবারও বড় দুর্ঘটনা ঘটতে পারত। বিমানের সব যাত্রী ও ক্রু মেম্বাররা নিরাপদে রয়েছেন।