সংবাদসংস্থা, মুম্বই: অনুরাগীদের শুভেচ্ছা জানাতে চেন্নাইয়ে নিজের বাসভবনের বাইরে বিশেষ উপস্থিতিতে নজর কাড়লেন সুপারস্টার রজনীকান্ত। সেই সুবাদে বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিজ্যুয়ালে রজনীকান্তকে সাদা কুর্তা পায়জামা পরা দেখা গিয়েছে।
নতুন বছরের শুরুতে থালাইভাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তাঁদের ইচ্ছাপূরণ করতেই সকাল সকাল সাদা ছিমছাম পাঞ্জাবিতে সেজে হাজির হয়েছিলেন অভিনেতা। তিনি বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়িয়ে চুমু ছুড়ে দেন অনুরাগীদের দিকে। তাতেই খুশি সবাই।
রজনীকান্ত, গত ১২ ডিসেম্বর পা রেখেছেন ৭৩-এ। সেদিন এক বিশেষ অনুষ্ঠানে, অনুরাগীরা জড়ো হয়েছিলেন তাঁকে শুভেচ্ছা জানাতে। প্রচুর উপহার এবং পোস্টার পেয়েছেন অভিনেতা ভক্তদের থেকে। রজনীকান্ত ওরফে "থালাইভা" এমন একটি নাম যা কয়েক দশক ধরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি মাতিয়ে রেখেছেন। শিশু থেকে বয়স্ক, সকলেই কিংবদন্তি অভিনেতার গুণমুগ্ধ ভক্ত। অভিনয়ের পাশাপাশি অফ-স্ক্রিন সরলতাই সমবয়সীদের থেকে আলাদা করেছে অভিনেতাকে।
২০২৩ -এ রজনীকান্তর "জেলার"-এর বক্সঅফিসে বাজিমাত করেছে। ছবিতে তিনি একজন পিতার ভূমিকায় অভিনয় করেছেন যিনি ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে উদ্যত। মোহনলাল, শিবরাজকুমার এবং জ্যাকি শ্রফকে এই ছবিতে গুরুত্বপূর্ণ ক্যামিওতে দেখা গিয়েছে। আগামীতে "থালাইভার ১৭০" ছবিতে দেখা যাবে তাঁকে । যেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। ২০ বছর পরে দুই মেগাস্টার বড়পর্দায় ফিরছেন একসঙ্গে। সেই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
নতুন বছরের শুরুতে থালাইভাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তাঁদের ইচ্ছাপূরণ করতেই সকাল সকাল সাদা ছিমছাম পাঞ্জাবিতে সেজে হাজির হয়েছিলেন অভিনেতা। তিনি বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়িয়ে চুমু ছুড়ে দেন অনুরাগীদের দিকে। তাতেই খুশি সবাই।
রজনীকান্ত, গত ১২ ডিসেম্বর পা রেখেছেন ৭৩-এ। সেদিন এক বিশেষ অনুষ্ঠানে, অনুরাগীরা জড়ো হয়েছিলেন তাঁকে শুভেচ্ছা জানাতে। প্রচুর উপহার এবং পোস্টার পেয়েছেন অভিনেতা ভক্তদের থেকে। রজনীকান্ত ওরফে "থালাইভা" এমন একটি নাম যা কয়েক দশক ধরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি মাতিয়ে রেখেছেন। শিশু থেকে বয়স্ক, সকলেই কিংবদন্তি অভিনেতার গুণমুগ্ধ ভক্ত। অভিনয়ের পাশাপাশি অফ-স্ক্রিন সরলতাই সমবয়সীদের থেকে আলাদা করেছে অভিনেতাকে।
২০২৩ -এ রজনীকান্তর "জেলার"-এর বক্সঅফিসে বাজিমাত করেছে। ছবিতে তিনি একজন পিতার ভূমিকায় অভিনয় করেছেন যিনি ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে উদ্যত। মোহনলাল, শিবরাজকুমার এবং জ্যাকি শ্রফকে এই ছবিতে গুরুত্বপূর্ণ ক্যামিওতে দেখা গিয়েছে। আগামীতে "থালাইভার ১৭০" ছবিতে দেখা যাবে তাঁকে । যেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। ২০ বছর পরে দুই মেগাস্টার বড়পর্দায় ফিরছেন একসঙ্গে। সেই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
