আজকাল ওয়েবডেস্ক: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। আর তারপর থেকেই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম।
জানা গেছে ব্রেন্ট ক্রুড ও নিউ ইয়র্কের লাইট সুইট তেলের দাম ১০ শতাংশেরও বেশি বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইজরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে তা মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটাবে। এই অঞ্চলের অপরিশোধিত তেল বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তেলের দাম বৃদ্ধি শুধু পেট্রোল–ডিজেলের মূল্য নয়, খাদ্যসহ প্রতিদিনের নানা পণ্যের দামকেও প্রভাবিত করবে। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ইরান এখনও হামলা চালায়নি। তবে যেকোনও সময় চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে তেল পরিবহনে বাধা সৃষ্টি করতে পারে। প্রসঙ্গত, বিশ্বের প্রায় এক–পঞ্চমাংশ অপরিশোধিত তেল এই পথ দিয়ে সরবরাহ হয়। ইরান যদি এই রুটে হামলা চালায় বা নৌ–পরিবহন ব্যাহত করে, তাহলে দিনে কয়েক মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ থেমে যেতে পারে।
প্রসঙ্গত, এর আগে গত বছরের এপ্রিল ও অক্টোবরেও ইরান ও ইজরায়েল একে অপরকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। যদিও পরিস্থিতি দ্রুত ঠাণ্ডা হয়ে যায়। ফলে তেল সরবরাহে বিঘ্ন ঘটেনি। বিশেষজ্ঞদের মতে, আগামী দু’একদিনেই পরিস্থিতিটা সম্পূর্ণ স্পষ্ট হবে।
