আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ের একটি পানীয় জলের হ্রদ থেকে উদ্ধার হল মুণ্ডহীন দেহ। শনিবার চেন্নাইয়ের চেম্বারমবাক্কাম হ্রদে মৃতদেহটি প্রথম আবিষ্কার করেন একদল জেলে। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে খোঁজাখুঁজি করতেই মৃতদেহের পা ভেসে ওঠে লেক থেকেই।

জানা গিয়েছে, মৃতদেহের বয়স আনুমানিক ৩০ বছর। পেটে ছুরির আঘাত পাওয়া গিয়েছে। দেহটি পাথরের সঙ্গে বেঁধে লুকিয়ে রাখার জন্য লেকে ফেলে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।