আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই নতুন বছর। তার আগে শীতে কাঁপছে শ্রীনগর। রবিবার শ্রীনগরে তাপমাত্রা নেমেছে মাইনাস তিন দশমিক চার ডিগ্রিতে। যদিও আগের দিন তাপমাত্রা ছিল মাইনাস দুই দশমিক এক ডিগ্রিতে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে তাপমাত্রা মাইনাস তিন দশমিক চার ডিগ্রি রয়েছে। ফলে শীতে কাঁপছে গোটা কাশ্মীর। এর পাশাপাশি প্রতিদিনই এখানে বরফের বৃষ্টি হয়ে চলেছে। ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে বলেই জানা গিয়েছে। প্রতিবারেই কাশ্মীরে এই সময় এমন শীত পড়ে। এবারেও তার ব্যতিক্রম নয়। দিনের বেলা রাস্তাঘাটে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেলেও বিকেলের পর থেকে প্রতিটি পথই প্রায় খালি। যদিও বরফের চাদর চুটিয়ে উপভোগ করছে পর্যটকরা। তাঁরা জানিয়েছেন, প্রতিবারই কাশ্মীরে এই শীত পড়ে। শীতকে সঙ্গী করেই তাঁরা নতুন বছরকে বরণ করতে চান।
