সংবাদসংস্থা মুম্বই: শ্রীদেবী কন্যা খুশি কাপুর সম্প্রতি তাঁর শৈশবের কঠিন অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের সংকট নিয়ে মুখ খুলেছেন।
2
8
এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলায় তাঁকে প্রায়ই তাঁর মা ও দিদি জাহ্নবী কাপুরের সঙ্গে তুলনা করা হতো, এবং বলা হতো যে তিনি তাঁদের মতো সুন্দর নন। এই ধরনের মন্তব্য তাঁর আত্মসম্মানে গভীর প্রভাব ফেলেছিল।
3
8
খুশি বলেন, "যখন ছোট ছিলাম, আমার চেহারা নিয়ে খুব তাচ্ছিল্য করা হত। বলা হত, আমি আমার মা বা দিদির মতো দেখতে হইনি। ছোটবেলায় এই ধরনের মন্তব্যে শিশুর আত্মসম্মানের উপর প্রভাব পড়ে।"
4
8
এই নেতিবাচক মন্তব্যগুলোর প্রভাব তাঁর খাওয়া-দাওয়া ও পোশাক পরার অভ্যাসেও পড়েছিল। খুশির কথায়, "ছোটবেলায় খুব ভয়ে ভয়ে থাকতাম। যদি কেউ অপমান করেন, তার জবাব কী দেব? সব সময় এই চিন্তা চলত।"
5
8
তিনি আরও বলেন, "স্কুলে ছেলেরা আমার মারফত অন্য বন্ধুদের প্রেমের চিঠি পাঠাত। খুব খারাপ লাগত তখন।"
6
8
সমাজমাধ্যমে তাঁর চেহারা নিয়ে সমালোচনার মুখে পড়েন খুশি। কিন্তু অকপটে স্বীকার করেছেন যে তিনি কিছু কসমেটিক প্রক্রিয়া গ্রহণ করেছেন।
7
8
তবে তিনি জোর দিয়ে বলেন, "আমি শয়ে শয়ে অস্ত্রোপচার করিনি। নিজের মুখে যেটুকু বদল এনেছি, সেটুকুকে আত্ম-পরিচর্যা বলেই মনে করি।"
8
8
অভিনেত্রী জানান, ছোটবেলার এই অভিজ্ঞতাগুলি খুশিকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলেছে। তিনি বলেন, "আপনাকে নিজেকে গ্রহণ করতে শিখতে হবে, তবেই উন্নতি করতে পারবেন।"