সংবাদ সংস্থা, মুম্বই: আমির খানের অনুরাগীদের জন্য খারাপ খবর। খুব শিগগিরিই ভেঙে ফেলা হবে অভিনেতার বাড়ি। আমিরও সপরিবার চেন্নাই চলে যাচ্ছেন। গুঞ্জন, মায়ের অসুস্থতার পাশাপাশি দক্ষিণ ভারতে চলে যাওয়ার নাকি এটিও একটি কারণ!
সত্যিই তাই? বলিউডে বলছে, একেবারেই না। বাড়িটিকে নতুন ভাবে তৈরি করে সাজাতে চলেছেন ‘মি. পারফেকশনিস্ট’। একই সঙ্গে আশপাশে তৈরি হওয়া নতুন বহুতল এবং পরিবেশ উন্নতির কারণেও এই পদক্ষেপ। ইতিমধ্যেই নতুন ভাবে বাড়ি তৈরির দায়িত্ব পেয়েছে অ্যাটমোস্ফিয়ার রিয়েলটি। আমির আদতে এক ঢিলে দুই পাখি মারতে চলেছেন। একদিকে মায়ের চিকিৎসাও হবে। এবং সেই অবসরে পুরনো বাড়ি নতুন করে তৈরি হয়ে যাবে।
তারকা হওয়ার পর আমিরের ঠিকানা, মুম্বইয়ের পালি হিল এলাকায় বেল্লা ভিস্তা এবং মেরিনা অ্যাপার্টমেন্টের কয়েকটি অ্যাপার্টমেন্ট। সব ক’টি মিলিয়ে রাজার হালেই থাকেন তিনি। সে সব ভেঙে নতুন করে তৈরি করতে মাস দুয়েক প্রয়োজন। খবর, আমির তাঁর মায়ের চিকিৎসার জন্য অতগুলো দিন বাইরে থাকবেন।
সত্যিই তাই? বলিউডে বলছে, একেবারেই না। বাড়িটিকে নতুন ভাবে তৈরি করে সাজাতে চলেছেন ‘মি. পারফেকশনিস্ট’। একই সঙ্গে আশপাশে তৈরি হওয়া নতুন বহুতল এবং পরিবেশ উন্নতির কারণেও এই পদক্ষেপ। ইতিমধ্যেই নতুন ভাবে বাড়ি তৈরির দায়িত্ব পেয়েছে অ্যাটমোস্ফিয়ার রিয়েলটি। আমির আদতে এক ঢিলে দুই পাখি মারতে চলেছেন। একদিকে মায়ের চিকিৎসাও হবে। এবং সেই অবসরে পুরনো বাড়ি নতুন করে তৈরি হয়ে যাবে।
তারকা হওয়ার পর আমিরের ঠিকানা, মুম্বইয়ের পালি হিল এলাকায় বেল্লা ভিস্তা এবং মেরিনা অ্যাপার্টমেন্টের কয়েকটি অ্যাপার্টমেন্ট। সব ক’টি মিলিয়ে রাজার হালেই থাকেন তিনি। সে সব ভেঙে নতুন করে তৈরি করতে মাস দুয়েক প্রয়োজন। খবর, আমির তাঁর মায়ের চিকিৎসার জন্য অতগুলো দিন বাইরে থাকবেন।
