আজকাল ওয়েবডেস্ক: এ যেন টাকার বন্যা। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে আরসিবি পেল ২০ কোটি টাকা। রানার্স পাঞ্জাব কিংস পেল ১২ কোটি ৫০ লক্ষ টাকা। তৃতীয় স্থান পাওয়া মুম্বই ইন্ডিয়ান্স পেয়েছে ৭ কোটি টাকা। চতুর্থ স্থান পাওয়া গুজরাট টাইটানস পেয়েছে ৬ কোটি ৫০ লক্ষ টাকা।
এটা ঘটনা প্রতিবছরই হু হু করে বেড়েছে আইপিএলের প্রাইজ মানি। ২০০৮ সালে উদ্বোধনী বছরে জয়ী দল পেয়েছিল ৪.৮ কোটি টাকা। রানার্স দল ২.৪ কোটি টাকা।
দিল্লির মাঠ অর্থাৎ ডিডিসিএ পেয়েছে সেরা পিচ ও মাঠের পুরস্কার। নগদ ৫০ লাখ পেয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম।
এছাড়া আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রান করা গুজরাটের সাই সুদর্শন পেয়েছেন ১০ লক্ষ টাকা। সবচেয়ে বেশি উইকেট নিয়ে প্রসিধ কৃষ্ণাও পেলেন ১০ লক্ষ। এমার্জিং প্লেয়ারের পুরস্কারও পেয়েছেন সাই সুদর্শন। ঝুলিতে এল ১০ লক্ষ টাকা। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব (১৫ লক্ষ টাকা)। সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন পুরস্কার পেলেন রাজস্থানের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ১০ লক্ষ টাকা ছাড়াও পেয়েছেন গাড়ি। ফ্যান্টাসি কিং অফ দ্য সিজন পুরস্কার পেলেন সাই সুদর্শন (১০ লক্ষ)। সেরা ক্যাচ কামিন্দু মেন্ডিস (১০ লক্ষ)। সবচেয়ে বেশি ডট বল করেছেন মহম্মদ সিরাজ (১০ লক্ষ)। সুপার সিক্স পুরস্কার পেলেন নিকোলাস পুরান (১০ লক্ষ)। সবচেয়ে বেশি চার মেরেছেন সাই সুদর্শন (১০ লক্ষ)। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে চেন্নাই সুপার কিংস (১০ লক্ষ)।
এদিকে ফাইনালের সেরা হয়েছেন ক্রুণাল পান্ডিয়া। পেয়েছেন ৫ লক্ষ টাকা।
