নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিক থেকে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল সায়ক চক্রবর্তীর। বর্তমানে সমাজমাধ্যমেও দারুণ জনপ্রিয় সায়ক। শুধু অভিনেতা নন, ব্লগার হিসাবেও এখন দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সায়ক চক্রবর্তী।
বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার 'তুই আমার হিরো' ধারাবাহিকে। গল্পের নায়ক শাক্যজিতের ভাই হয়েছে সে। ওই ধারাবাহিকে অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায়। গল্পে সায়ক নাকি তাঁরই প্রেমে পড়েছেন। ধারাবাহিকে দেখানো হচ্ছে নায়িকা আরশির দিদিকে বেশ মনে ধরেছে সায়কের। আরশির দিদির চরিত্রে দেখা যাচ্ছে অনুরাধাকে। তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় আরশি। তবে এবার প্রেম পরিণতি পেল।
সবাইকে লুকিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করল দু'জন। এরপর কি তাদের মেনে নেবে দুই পরিবার? তা যদিও এখনও পর্যন্ত ধোঁয়াশায়। এই ধারাবাহিকে নায়ক-নায়িকা অর্থাৎ আরশি ও শাক্যর মধ্যে তেমন বনিবনা নেই। ঘটনাচক্রে তাদের বিয়ে হয়। যদিও একটু একটু করে একে অপরের মধ্যে প্রেম খুঁজে পাচ্ছে তারা। গল্পের নতুন মোড়ে এই পালিয়ে বিয়ে কতটা টিআরপি-তে প্রভাব পড়ে এখন সেটাই দেখার।
