আজকাল ওয়েবডেস্ক: বাতিল হচ্ছে একের পর এক। সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলির কোনওটির মতে বাতিল বিমানের সংখ্যা প্রায় ৫০। কোনও মাধ্যমের মতে সংখ্যা প্রায় একশ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর,  প্রযুক্তিগত সমস্যা, বিমানবন্দরে যানজট এবং পরিচালনাগত প্রয়োজনীয়তার কারণে ইন্ডিগোতে ব্যাপক সমস্যা বুধবার বিকেল থেকে। ইন্ডিগোর বহু বিমান বাতিল। বহু বিমান চলছে অনেক দেরীতে। ফলে চরম ভোগান্তি যাত্রীদের।

বুধবার, দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু-সহ একাধিক বিমানবন্দরে বিকেল পর্যন্ত প্রায় ২০০টি ফ্লাইট বাতিলের খবর পাওয়া গিয়েছে বলে একটি সূত্রের  খবর। সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কমপক্ষে ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যেখানে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫১টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। অন্যদিকে হায়দ্রাবাদে ইন্ডিগোর ১৯টি বাতিল, যেগুলির উড়ান কিংবা পৌঁছনোর কথা ছিল, বাতিল হয়েছে সেগুলিও। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। বুধবার কমপক্ষে ৪২টি অভ্যন্তরীণ বিমান বাতিল করা হয়েছে, যার মধ্যে ২২টি বিমানের বিমান বন্দরে পৌঁছনোর কথা ছিল এবং ২০টি বিমানের উড়ান শুরু করার কথা ছিল।