উন্নত প্রযুক্তির যুগ। মানুষের সময়, অসময়ে, প্রয়োজনে ভরসা গুগল। এটা জানার আছে? গুগল। ওই প্রশ্নের উত্তর জানতে চান? গুগলে। ওই অভিনেতার আরও দু'খানি গান কী কী? গুগলে সার্চ।
2
8
গুগল সার্চ অব্যাহত সর্বক্ষেত্রে। জানেন সিনেমা থেকে সংস্কৃতি, গান, ছবি, অভিনেতা, কুম্ভমেলা, ক্রিকেট, ২০২৫ সালে ভারতীয়রা সবথেকে বেশি কী কী সার্চ করেছেন গুগলে?
3
8
গুগল 'ভারতের সার্চ ইয়ার ২০২৫: ট্রেন্ডিং সার্চের এ টু জেড' প্রকাশ করেছে, তাতে সামনে এসেছে লম্বা পরিসংখ্যান।
4
8
সাইয়ারা ছবি মুক্তির পর, তুমুল জনপ্রিয়তা পায় ছবিটি। গুগলে বহু মানুষ অনীত-আহান-এর খোঁজ করেছেন।
5
8
গুগলে বহু মানুষ বেশকিছু শব্দের অর্থ জানতে চেয়েছেন। তারমধ্যে অন্যতম 'সিজফায়ার'। বহু মানুষ গুগলে এই শব্দের অর্থ জানতে চেয়েছেন। বিপুল সংখ্যার মানুষ 'পুকি' শব্দের অর্থও জানতে চেয়েছেন।
6
8
সার্চ লিস্টের প্রথম দশের মধ্যে অবশ্যই রয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণের পর, বহু মানুষ গুগলে সার্চ করেছেন। বহু মানুষ আবার 'আর্থকোয়েক নিয়ার মি' বলেও সার্চ করেছেন আতঙ্কে।
7
8
মহিলারা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে এবার। সার্চ লিস্টে খেলার তালিকা, জেমাইমাও।
8
8
কান্তারা এবং অপারেশন সিঁদুর, এই দুই ভিন্ন খাতের দুই বিষয় নিয়ে ভারতীয়দের আগ্রহ আবার চোখে পড়ার মতো।