আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধে। নির্দিষ্ট সময়ে দিল্লিতে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে পৌঁছলেন, তাঁর দু'দিনের সফরে। 

 


বৃহস্পতিবার সন্ধে ৬:৩৫ নাগাদ প্রেসিডেন্ট পুতিন দিল্লিতে পৌঁছন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে পালাম বিমানবন্দরে স্বাগত জানান। সূত্রের খবর, আজই দুই দেশের রাষ্ট্রপ্রধানের নৈশভোজের আয়োজন রয়েছে। মোদি, পুতিনকে একটি ব্যক্তিগত নৈশভোজে আমন্ত্রণ জানাবেন আজই। এই প্রসঙ্গে উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদির মস্কো সফরের সময় রাশিয়ার এই ধরনের আতিথেয়তা দেখিয়েছে।

 

শুক্রবারই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, তার আগে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে পুতিনকে এবং তারপরে ভারতের সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের ঐতিহ্যবাহী স্থান হায়দরাবাদ হাউসে এক আয়োজিত হবে বৈঠক। পুতিন শুক্রবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন।

 

এই গোটা সফরজুড়ে অভেদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া থেকে চার ডজনেরও বেশি বিশেষজ্ঞ নিরাপত্তা কর্মী আগেই দিল্লিতে এসে পৌঁছেছেন। দিল্লি পুলিশ ও NSG–এর সঙ্গে সমন্বয় করে তাঁরা পুতিনের কনভয়ের সম্ভাব্য সকল রুট বারবার পরীক্ষা করে দেখেছেন। বিশেষ ড্রোনের মাধ্যমে কনভয়ের গতিবিধি নিরীক্ষণের জন্য একটি বিশেষ কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে, যা সফরের প্রতিটি মুহূর্তে সক্রিয়। রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অভিজ্ঞ স্নাইপার।