আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত এক ম্যাট্রিমনিয়াল বিজ্ঞাপনের স্ক্রিনশট ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইন্টারনেট জুড়ে। সোশ্যাল মিডিয়া মাধ্যম রেডিটে পোস্ট হওয়া একটি স্ক্রিনশটে দেখা যায়, এক ব্যক্তি তাঁর বিয়ের পাত্রীর জন্য কিছু শর্ত রেখেছেন। কিন্তু সেই শর্তে একগুচ্ছ অসম্মানজনক ও অবমাননাকর ‘ডিমান্ড’। যা নেটিজেনদের মধ্যে রীতিমতো ক্ষোভ সৃষ্টি করেছে। বিজ্ঞাপনটি পোস্ট করা হয় একটি জনপ্রিয় অনলাইন ম্যাট্রিমনি সাইটে। ওই স্ক্রিনশটে দেখা যায়, ওই ব্যক্তি লিখেছেন, এমন কাউকে তিনি খুঁজছেন যার শরীরের মাপ হতে হবে ওই ব্যক্তির চাহিদা মতো। সেখানে কনের নির্দিষ্ট অংশের মাপ, এমনকি পায়ের সাইজ পর্যন্ত উল্লেখ করেছেন। তিনি চান কনে যেন একই সঙ্গে ‘কনজারভেটিভ’ এবং ‘লিবারেল’ হন।

তাঁর দাবি অনুযায়ী, হবু কনেকে ৮০% ক্যাজুয়াল এবং ২০% ফর্মাল পোশাক পরতে হবে এবং শয্যায় ব্যক্তির ইচ্ছে মতো পোশাক পরতে রাজি থাকতে হবে। একাধিক অদ্ভুত এবং অবমাননাকর শর্ত দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন এমনকি অনেকে বিদ্রুপও করতে শুরু করেছেন। কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছিলেন না যে এমন কিছু আদৌ কেউ প্রকাশ্যে লিখতে পারে। তবে ঘটনা এখানেই থেমে থাকেনি। বিজ্ঞাপনটির স্ক্রিনশট টুইটারে ছড়িয়ে পড়লে একজন ইউজার সংশ্লিষ্ট ম্যাট্রিমনি সংস্থাকে ট্যাগ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। এরপর সংস্থাটি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। এই ঘটনার পর অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, কোন মাত্রায় পৌঁছালে মানুষ প্রকাশ্যে এমন অবমাননাকর বিজ্ঞাপন দিতে পারে? এই বিজ্ঞাপন নতুন করে অনলাইন ম্যাট্রিমনি প্ল্যাটফর্মগুলিতে পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে।