আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। তবে ১ জুলাই থেকে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের চার্জ বাড়িয়ে দিল। এবার থেকে এই ব্যাঙ্কের গ্রাহকরা বাড়তি টাকা গুনবেন।
এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে টাকার পরিমান বাড়িয়েছে। এটি শুরু হবে ১ জুলাই থেকে। এবার থেকে প্রতিটি অনলাইন স্কিল বেসড গেমিংয়ের ক্ষেত্রে যদি ১০ হাজার টাকার বেশি খরচ করা হয় তাহলে সেজন্য ১ শতাংশ করে অতিরিক্ত খরচ দিতে হবে। এছাড়া একটি গোটা মাসে যে পরিমান টাকা এখানে খরচ হবে তার ওপরেও টাকা কেটে নেবে ব্যাঙ্ক।
যদি থার্ড পার্টির ওয়ালেট থেকে ১০ হাজার টাকার বেশি খরচ করা হয় তাহলে সেখান থেকেও ১ শতাংশ হারে চার্জ কেটে নেওয়া হবে। এখানে পেটিএম, ফ্রিচার্জ, ওলা মানির ক্ষেত্রে এটি কার্যকর হবে। সেখানেও প্রায় ৫ হাজার টাকা অতিরিক্ত গুনতে হবে। ইউটিলিটি নিয়ে যে লেনদেন করা হবে সেখানেও এই বাড়তি ১ শতাংশ হারে সুদ গুনতে হবে।
একই পথে হাঁটছে আইসিআইসিআই ব্যাঙ্ক। তারাও ডিমান্ড ড্রাফটের ক্ষেত্রে, এটিএম খরচে, নগদ, ডেবিট কার্ডেও বাড়তি টাকা কাটবে। প্রতিটি ক্ষেত্রেই বাড়তি টাকা কাটা হবে। ৫ টির বেশি এটিএম ব্যবহারের পরই ২৩ টাকা করে কেটে নেওয়া হবে। আগে এটি ছিল ২১ টাকা করে। এছাড়া ডেবিট কার্ডে বার্ষিক ফি ২০০ থেকে বাড়িয়ে ৩০০ করা হয়েছে। যদি আপনার কার্ড হারিয়ে যায় তাহলে সেখানেও ২০০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা অতিরিক্ত দিতে হবে আপনাকে।
