আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে মিউনিখে এক বিশেষ বৈঠক হল আইসিসি চেয়ারম্যান এবং প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ এবং উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার চেফারিনের মধ্যে। পিএসজি এবং ইন্টার মিলানের মধ্যে মেগা ফাইনালের আগে মিউনিখে দেখা গিয়েছে জয় শাহকে। তিনি উয়েফা প্রেসিডেন্টের সঙ্গে ট্রফি নিয়ে ছবিও তুলেছেন। বর্তমান আইসিসি চেয়ারম্যানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি দেখা গিয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত জার্মানির অ্যালায়েন্স এরিনায়। শনিবার মধ্যরাতে ইন্টার মিলান এবং প্যারিস সেন্ট জার্মান এই মাঠেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে।

?ref_src=twsrc%5Etfw">May 31, 2025

জয় শাহ এই সাক্ষাৎকার সম্পর্কে টুইট করে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে মিউনিখে ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার চেফারিনের সঙ্গে গঠনমূলক আলোচনাও হয়েছে’। জয় শাহ আরও বলেন, বিশ্বে ক্রিকেটের প্রসার এবং জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কথা হয়েছে। যদিও ক্রিকেট বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত দ্বারা সমর্থিত। তবে ইউরোপের বহু অংশ এখনও এই খেলায় গভীরভাবে যুক্ত নয়। উল্লেখ্য, আইসিসির ‘Cricket for Good’ নামক একটি কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম রয়েছে। শিশু সহ একাধিক পরিবারের পুষ্টি, শিক্ষা এবং সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা ছড়াতে ক্রিকেটকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে আইসিসি। চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনালের আগে ক্রিকেট এবং ফুটবলের দুই শীর্ষকর্তার এই বৈঠক নতুন দরজা খুলে দিতে পারে ক্রীড়াদুনিয়ায়। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।