আজকাল ওয়েবডেস্ক: বড় ঘোষণা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে হেমন্ত সোরেন ঘোষণা করলেন বয়স্কদের পেনশনের বয়স কমিয়ে ৬০ থেকে ৫০ করা হল। এছাড়া আরও একটি ঘোষণা করেন তিনি। সেখানে তিনি বলেন, রাজ্যের সমস্ত প্রতিষ্ঠানের ৭৫ শতাংশ কর্মী রাজ্য থেকেই নিতে হবে। এদিন সোরেন বলেন, ঝাড়খণ্ড দেশের মধ্যে সবথেকে বেশি গরিব রাজ্য। করোনাকালের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ঝাড়খণ্ডের শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে কাজ করে তাঁদের সংসার চালাচ্ছে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান বলেন, বিজেপি দেশের কৃষকসমাজকে ধ্বংস করে দিয়েছে। প্রচুর কৃষক আত্মহত্যা করেছে। দিল্লির দয়ার ওপর ঝাড়খণ্ড থাকে না। এই সিদ্ধান্ত আগামীদিনে ঝাড়খণ্ডের বাসিন্দাদের অনেকটাই সুরাহা দেবে বলে মনে করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।