
শুক্রবার ৩০ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: তারকা হোক কিংবা স্টাইল আইকন— দু’ক্ষেত্রেই দিলজিৎ দোসাঞ্জ এখন যেন একেবারে গ্লোবাল হার্টথ্রব। মেট গালা-তে তুমুল হইচই ফেলে দেওয়ার পর এবার ফের ভাইরাল তিনি। কিন্তু এবার ফ্যাশন নয়, আলোচনার কেন্দ্রে মাত্র এক কাপ কফি! না, এমন কফি আপনি-আমি সকালে ঘুম ভেঙে খাই না—এ কফির দাম ভারতীয় টাকায় প্রায় ৩১ হাজার!
সম্প্রতি লন্ডনের এক নামজাদা ক্যাফেতে হাজির হয়ে দিলজিৎ অর্ডার করলেন জাপান টিপিকা কফি—যা নাকি ওখানকার সবচেয়ে দামি কফি। সমাজমাধ্যমে নিজের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে লন্ডনের রাস্তায় গাড়ি থেকে নেমে ক্যামেরার সামনে হেসে তিনি বললেন, “আজ আমি লন্ডনের সবচেয়ে দামি কফি খেতে এসেছি। জাপান টিপিকা। এর মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার টাকা।’’
এরপর পুরো ভিডিওতে নিজের স্টাইলে পাঞ্জাবিতে টানটান কমেন্ট্রি দিতে থাকেন দিলজিৎ— “এত টাকা নিচ্ছে অথচ এখনও চুল চুল করে মেপে কাপে কফি ঢালছে! আজ খালি এটুকুই খাব। এই কফি কাপের একেকটা চুমুক ৭ হাজার টাকার!”কফি খেয়ে দিলজিৎ যা বললেন, তা শুনে তো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হো হো করে হাসছে নেটদুনিয়া। “এ তো একদমই ফালতু কফি! তা-ও সঙ্গে যদি একটু লাড্ডু বা বুন্দি দিত একটু জমত! এত দামি কফি আর একফোঁটা মিষ্টিও নেই?” — বলেই দিলজিৎ হাসতে হাসতে মজার ছলে বলেন, “এই টাকায় তো দেশে একটা বিয়েতে চলে যেতাম আমি!”
ক্যাফে থেকে বেরিয়ে দিলজিৎ ফ্যানদের সঙ্গে হাসিমুখে পোজও দেন। আর ভিডিও? সেটা পোস্ট হতেই ছড়িয়ে পড়ে আগুনের মতো।
একজন ফ্যান লেখেন, “এই হল আসল রিলস! দিলজিতের কমেন্টারি মানেই ১০০% বিনোদন।” আরও একজন তো হিসেব করে ফেলে দেন— “প্রতিটা চুমুক ১০ হাজার টাকা! এ যেন কফি নয়, লোনের ইএমআই!” উল্লেখ্য, দিলজিৎ এখন ব্যস্ত ‘বর্ডার ২’ নিয়ে। এর মধ্যেই গুঞ্জন উঠেছিল, তিনি ‘নো এন্ট্রি’-এর সিক্যুয়েলে থাকছেন না—ডেট মেলেনি বলেই নাকি ছবিটা ছাড়তে হয়েছে।
যেখানে একেকজন তারকা চুপ করে বিতর্ক এড়িয়ে যান, সেখানে দিলজিৎ নিজস্ব চাঁদের রসবোধ দিয়ে বাজিমাত করলেন। এক কাপ কফির কাহিনি দিয়ে যেমন নেটদুনিয়া মাতালেন, তেমনি চোখে আঙুল দিয়ে দেখালেন—স্টারডমের সঙ্গে যদি থাকে সহজ-সরল স্বভাব আর তুমুল মজা—তবেই ফ্যানরা রিলস নয়, রিয়েল হিরো বানিয়ে ফেলে!
‘স্পিরিট’ নিয়ে ঝামেলা তুঙ্গে সন্দীপ-দীপিকার! অভিনেত্রীর দাবি কি সত্যিই ‘অপেশাদার’? জবাব দিলেন ‘সিংহম’
এবার বলিউডে ‘বিস্ফোরণ’! ‘লুসিফার’ ছেড়ে এবার হৃতিককে বড়পর্দায় পরিচালনা করবেন পৃথ্বীরাজ?
মানালি-সৃজলার সঙ্গে ত্রিকোণ প্রেমে সুহোত্র! ভরা 'মনসুন'-এ কবে আসছে 'বাতাসে গুনগুন'?
ছেলের জন্মের ছ'মাসের মাথায় আবারও মা হচ্ছেন দেবলীনা ভট্টাচার্য? ভাইরাল নায়িকার বেবি বাম্পের ছবি
‘বেগনি রঙের আলো’ - সম্পর্ক, স্মৃতি আর সরলতার এক ভালবাসার ক্যানভাস
আচমকাই গুরুতর অসুস্থ ইমরান হাশমি, শুটিংয়ের মাঝে হাসপাতালে ভর্তি অভিনেতা, কী হয়েছে তাঁর?
আচমকা ‘কোন গোপনে মন ভেসেছে’ ছেড়ে বলিউডে পাড়ি মিশমির! বড়পর্দা না ওটিটি- কোথায় শুরু নতুন ইনিংস?
নদীর গল্প, অথচ সমাজের আয়না! আসছে ‘তোর্ষা একটি নদীর নাম’—ছোটদের চোখ দিয়ে বড়দের জাগরণ
প্রেম নাকি প্রতিশোধ? টাইগার-জাহ্নবী জুটির প্রথম ছবি ‘লগ যা গলে’র নেপথ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক গল্প!
‘স্পিরিট’ বিতর্কে দীপিকার পাশে তমন্না! একটি শব্দও খরচ না করে এই অসাধ্য সাধন কীভাবে করলেন ‘বাহুবলী’ নায়িকা?
প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া, কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী?
Exclusive: ‘যত দিন খিদে থাকবে, ততদিন মার্ক্স প্রাসঙ্গিক থাকবে’, ১৬ বছর পর মঞ্চে উঠেই সপাট সৃজিত!
'এত কৈফিয়ৎ কেন দেব?'-'হাউজফুল ৫'-এ পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ওঠায় রাগে ফুঁসে উঠে কী বললেন অক্ষয় কুমার?
সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাচক মশাই'-এর কাছে ফিরল 'কথা', এবার বাড়বে কি টিআরপি?
‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া?’ ‘হাউসফুল ৫’-এ টাইগারের মিম সংলাপে জ্যাকির ছক্কা! দেখেশুনে কী বলল নেটপাড়া?