
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সেই কারণে ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার নদীগুলি ফুঁসতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গপোসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জেলার উপকূল তীরবর্তী এলাকায় বইতে শুরু করেছে দমকা ঝোড়ো হাওয়া।
অমাবস্যার কোটালের কারণে উপকূলবর্তী এলাকার নদীগুলি কার্যত রুদ্র রূপ ধারণ করেছে। গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম প্রাঙ্গণের সামনে প্রবল জলোচ্ছ্বাস। দৈত্যাকার ঢেউ আঁচড়ে পড়ছে উপকূলে। তীরবর্তী এলাকায় টানা বৃষ্টির জেরে নদী বাঁধগুলি দুর্বল হয়ে পড়েছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসের কারণে মাটির নদী বাঁধগুলি ভেঙ্গে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসীরা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবন এলাকায় যে সকল জায়গায় মাটির নদী বাঁধ বেহাল হয়ে পড়ে রয়েছে সেই সব জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা, পাথরপ্রতিমা, মৌসুনি দ্বীপ, কাকদ্বীপ, বকখালি, গঙ্গাসাগর-সহ একাধিক পর্যটন কেন্দ্রগুলিতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কার্যত পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাকদ্বীপ ও গঙ্গাসাগরে পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।
ব্লক প্রশাসনের তরফ থেকে উপকূল তীরবর্তী এলাকার এলাকাবাসীদের সতর্কী করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। গঙ্গাসাগরে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনি আশ্রম প্রাঙ্গণ ও সমুদ্র সৈকতে মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণ শিবিরে মজুদ রাখা হয়েছে শুকনো খাবার ও পানীয় জল ও ওষুধ। ব্লক প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক সেরে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ব্লক প্রশাসন ও জেলা প্রশাসন।
ভেঙে পড়তে পারে গাছ, জমতে পারে জল, আশঙ্কা ভূমিধসের, প্রবল দুর্যোগে ছারখার হবে উত্তর থেকে দক্ষিণ
চাষের জমিতে যাওয়ার পথে ছেঁড়া তার জড়ালো সাইকেলে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেলেন কৃষক
শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, আজ বিকেলেই বাংলায় শুরু তাণ্ডব, প্রবল বৃষ্টির চরম সতর্কতা
শখেই বাজিমাত, তথ্যচিত্র বানিয়ে জাতীয়স্তরের একাধিক পুরস্কার ব্যাঙ্ক কর্মীর ঝুলিতে
দফায় দফায় বৃষ্টি, ফুঁসছে সমুদ্র, দিঘায় চরম সতর্কতা, এলাকা পরিদর্শনে তৃণমূল বিধায়ক
শরীরের উপরের অংশ মানুষের মতো, নিম্নাংশের আকৃতি যেন মাছের লেজ! বর্ধমানের হাসপাতালে জন্ম নিল 'মৎস্যকন্যা'
শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষককে ধারাল অস্ত্রের কোপ, প্রতিবাদে থানায় ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, অবরোধ
মোদির সভায় বিক্ষুব্ধ অনন্ত মহারাজকে আমন্ত্রণ টিগ্গার,গ্রেটারের কর্মী সমর্থকরা কি সভায় যাচ্ছেন? সাংসদ যা উত্তর দিলেন
টিউমার ফেটে গলে গিয়েছিল শরীরের ভিতর, আধুনিক পরিকাঠামো ছাড়াই জটিল অপারেশন চন্দননগর হাসপাতালে
আচমকা বিস্ফোরণ, কেঁপে উঠল থানা, কালো ধোঁয়ায় ঢেকে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার