আজকাল ওয়েবডেস্ক: রামলালার কোন মূর্তি বসানো হবে রামমন্দিরে, এই মুহূর্তে বড় প্রশ্ন তা নিয়েই। প্রস্তুত রয়েছে তিনটি মূর্তি, আর তার মধ্যেই বেছে নিতে হবে একটি মূর্তি। সমাধানের জন্য ভোটাভুটি হবে শুক্রবার। শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্রের ট্রাস্টের বৈঠকে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন, ঠিক তার আগে সিদ্ধান্ত গ্রহণের জন্য এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাম মন্দির উদ্বোধনের আগে হাতে আর কয়েকদিন। প্রস্তুতি তুঙ্গে। দিনে দিনে ব্যস্ত হয়ে উঠছে অযোধ্যা। ২২ তারিখে অযোধ্যায় হাজির থকাবেন দেশের প্রথম সারির নেতা, নেত্রী সহ সমাজের নানা স্তরের বিশিষ্ট জনেরা। রামমন্দিরের জন্য রাম লালার মূর্তির তিনটি পৃথক নকশা প্রস্তুত করেছেন তিন পৃথক ভাস্কর। তিন মূর্তির মধ্যে থেকেই শুক্রবার বৈঠকে ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হবে একটি মূর্তিকে। উল্লেখ্য, ৫ বছর বয়সী রাম লালার মূর্তির জন্য ৫১ ইঞ্চি লম্বা তিনটি মূর্তি তৈরি করা হয়েছে।