
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৈধ নথি ছাড়া সোনার বিস্কুট পাচার করতে গিয়ে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশের হাতে ধরা পড়ল পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ সাগরপাড়া থানার পুলিশ নওদাপাড়া ব্রিজের কাছে নাকা তল্লাশি চালায়। তখনই পুলিশের জালে ধরা পড়ে মিলন শেখ (২৬)।
পুলিশ সূত্রের খবর , ধৃতের কাছ থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। সোনার বিস্কুটগুলোর মোট ওজন ৫২৩ গ্রাম । ভারতীয় বাজারে ওই সোনার বিস্কুটের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনার বিস্কুট পাচারের সঙ্গে জড়িত ওই যুবকের বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত চরকামারি এলাকায়।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, এই মুহূর্তে ভারতের বাজারে বাংলাদেশের থেকে সোনার দাম অনেকটাই বেশি রয়েছে। বৈধভাবে ভারতে সোনা আমদানি করার পর তার উপর কর যুক্ত করলে দশ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ভারতীয় বাজারে এখন প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি। অন্যদিকে সমপরিমাণ সোনা চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে আনতে পারলে প্রায় অর্ধেক দামের পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর।
সোনা চোরাচালানের ব্যবসায় বিপুল মুনাফার জন্য মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক গ্রামের যুবকেরা এখন এই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে। পুলিশ সূত্রের খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন শেখ জানিয়েছে বাংলাদেশ থেকে আনা এই সোনা সে লালগোলার এক ব্যক্তির হাতে তুলে দিতে যাচ্ছিল। সোনা পাচারের এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখছে সাগরপাড়া থানার পুলিশ।ধৃত যুবককে সোমবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বহরমপুরের সিজেএম আদালতে পেশ করা হচ্ছে ।
অন্যদিকে অপর একটি ঘটনায় রবিবার গভীর রাতে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৩ ব্যক্তিকে প্রায় ৩০০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করছে। পুলিশ সূত্রের খবর, ধৃত তিনজনের নাম মহম্মদ ইজাজ আহমেদ, মহম্মদ কবিরুল ইসলাম এবং বিটুল শেখ। তিনজনকে রবিবার গভীর রাতে লালগোলার হরিপুর বটতলা থেকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে।
শখেই বাজিমাত, তথ্যচিত্র বানিয়ে জাতীয়স্তরের একাধিক পুরস্কার ব্যাঙ্ক কর্মীর ঝুলিতে
দফায় দফায় বৃষ্টি, ফুঁসছে সমুদ্র, দিঘায় চরম সতর্কতা, এলাকা পরিদর্শনে তৃণমূল বিধায়ক
নেশার টাকা জোগাড় করার জন্য নবম শ্রেণির ছাত্রকে খুনের অভিযোগ, তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদে
চাকরি দেওয়ার নামে প্রতারণা, সোনারপুরে গ্রেপ্তার দুই
দু'দিন পার, এখনও খোঁজ মিলল না কানাইপুরের নাবালিকার, স্নিফার ডগ এনে খুঁজছে পুলিশ
শরীরের উপরের অংশ মানুষের মতো, নিম্নাংশের আকৃতি যেন মাছের লেজ! বর্ধমানের হাসপাতালে জন্ম নিল 'মৎস্যকন্যা'
শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষককে ধারাল অস্ত্রের কোপ, প্রতিবাদে থানায় ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, অবরোধ
মোদির সভায় বিক্ষুব্ধ অনন্ত মহারাজকে আমন্ত্রণ টিগ্গার,গ্রেটারের কর্মী সমর্থকরা কি সভায় যাচ্ছেন? সাংসদ যা উত্তর দিলেন
টিউমার ফেটে গলে গিয়েছিল শরীরের ভিতর, আধুনিক পরিকাঠামো ছাড়াই জটিল অপারেশন চন্দননগর হাসপাতালে
আচমকা বিস্ফোরণ, কেঁপে উঠল থানা, কালো ধোঁয়ায় ঢেকে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার